1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
লামায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জশনে জুলুস হাটহাজারীতে সংঘর্ষ আহত ১০৫, পরিস্থিতি নিয়ন্ত্রণ সেনাবাহিনী মোতায়েন ও ১৪৪ ধারা জারি হাটহাজারীতে সংঘর্ষের জেরে ওসি প্রত্যাহার, দায়িত্বে তদন্ত কর্মকর্তা চন্দনাইশ থানার বিশেষ অভিযানে ২টি বন্দুক দেশীয় অস্ত্র সহ আসামি আটক  কওমী-সুন্নীর রক্তক্ষয়ী সংঘর্ষে হঠাৎ নাটকীয় সমাপ্তি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন জশনে জুলুসে জনস্রোত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন জশনে জুলুসে জনস্রোত পলাশের ডাংঙ্গায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আলোচনা সভা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত ৩৮০০ পিছ ইয়াবাসহ কালীগঞ্জের শীর্ষ মাদক সম্রাট আরিফুল ইসলাম ও তাহার সহযোগী আরিফ শেখ গ্রেফতার

১৩ বছরের মেয়ে অপহরণ করে ৫ দিন আটকে রেখে ধর্ষণ লম্পট গ্রেফতার

ফয়েজ আহম্মেদ শাওন বানারীপাড়া প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ৩০৯ বার পড়া হয়েছে

ফয়েজ আহম্মেদ শাওন
বানারীপাড়া প্রতিনিধি

বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠি ইউনিয়ন থেকে ১৩ বছরের একটি মেয়েকে অপহরণ করে ৫ দিন আটকে রেখে ধর্ষণ করে একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব উদয়কাঠি গ্রামের বাসিন্দা মৃত সামসুল উদ্দিন হাওলাদারের পুত্র মামুন হালাদার(২৮)। এবিষয়ে বানারীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।(মামলার নং ১২)

পুলিশ ও স্থানীয় লোকজনের থেকে জানা গেছে,
গত ১৬ এপ্রিল মেয়েটিকে ফুসলিয়ে বরিশাল জেলার বাখেরগঞ্জ উপজেলার রবিপুর গ্রামে লম্পটের নিকটতম এক আত্মীয়ের কাছে নিয়ে গিয়ে মেয়েটিকে আটকে রাখে। এদিকে নিখোঁজ হওয়ায় মেয়েটির বাবা বানারীপাড়া থানায় সাধারণ ডাইরি করে। পরবর্তীতে আজ ২৩ এপ্রিল মঙ্গলবার বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো মাঈনুল ইসলামের দিকনির্দেশনা গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক সুব্রত সঙ্গীও ফোর্সের সহযোগিতা সেখান থেকে ভিকটিমকে উদ্ধার এবং লম্পট মামুন হাওলাদারকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এদিকে লম্পট মামুন হাওলাদারের স্ত্রী ও ৭ বছরের একটি কন্যা সন্তান আছে, এরকম নেক্কার জনক ঘটনায় এলাকা জুড়ে তোলপাড় শুরু হয়।

এবিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মাইনুল ইসলাম জানান, মামুন হাওলাদারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে বরিশাল বিজ্ঞ আদালতে প্রেরন,এবং ভিকটিমকে ডাক্তারি পরিক্ষা করানোর জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসিতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com