প্রতিবেদক: আরাফাত হোসেন কাউসার:
খ্যাতিমান পত্রলেখক এম এ গফুর আর নেই। তিনি আজ রোববার সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম কোরবানীগঞ্জস্থ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
আজ বাদ জোহর বলুয়ারদিঘির পাড়ের মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এম এ গফুর দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সমস্যা নিয়ে পত্র-পত্রিকায় চিঠি লিখে খ্যাতি অর্জন করেন। দৈনিক আজাদী এক অনুষ্ঠানে নিরবচ্ছিন্ন লেখালেখির জন্য তাঁকে সম্মানিত করেছে। তিনি দীর্ঘ ৪০/৪৫ বছর ধরে পত্র-পত্রিকার "চিঠিপত্র" কলামে নিরবচ্ছিন্নভাবে সমাজের নানা অন্যায়-অবিচার, দুরবস্থা, রাস্তা-ঘাটের জীর্ণতা, রোগ-শোক বালা-মুসিবত, অভিযোগ নিয়ে কলম ধরে দাবি আদায়ে সোচ্চার ছিলেন। তিনি পত্রিকার "চিঠিপত্র" কলামকে দাবি আদায়ের প্লাটফর্মে পরিণত করেন। কলম যোদ্ধা বটে, তাঁর বড় মেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধ্যায়নরত রয়েছে, বিভাগ একাউন্টিং, ছোট ছেলে কাজম আলী স্কুল এন্ড কলেজ অধ্যায়নরত রয়েছে এইচ এস সি পরীক্ষার্থী। লেখা-লেখিতে তাঁর বেশ শুভাখাঙ্খী রেখে গেছেন। তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন জানিয়ে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।