ফয়েজ আহম্মেদ শাওন
বানারীপাড়া প্রতিনিধি
আজ আন্তর্জাতিক মে দিবস, আজকের এই দিন শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন। বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন সংগ্রামের অনুপ্রেরণা উৎস এই দিন। এরই ধারাবাহিকতায় বরিশাল জেলার বানারীপাড়া উপজেলা ও পৌর শ্রমিকলীগের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পহেলা মে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় শ্রমিক দিবসের আলোচনা সভা শুরু হয়। আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃতিতে ফুল দিয়ে একটি র্যালি শুরু হয়ে বন্দর বাজারের বিভিন্ন অলিগলি প্রদক্ষিন করে আবারও দলীয় কার্যালয়ে সামনে এসে র্যালিটি শেষ হয়।
উপজেলা শ্রমিক লীগের আহবায়ক শাজাহান হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় এসময়ে বক্তব্য রাখেন, বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌর মেয়র এডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মাওলাদ হোসেন সানা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম,ও শ্রমিক লীগ নেতা হারুনর রশীদ।
উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব আবুল কালামের সঞ্চালনায় অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বানারীপাড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন,সৈয়দকাঠি ইউনিয়নের শ্রমিকলীগের সভাপতি আব্দুস ছালাম,ইলুহার শ্রমিকলীগের সভাপতি সাইফুল ইসলাম সান্টু,সাধারন সম্পাদক মো.জাকির,কার্যনির্বাহী সভাপতি, মো, রাসেল হাওলাদার,সদর ইউনিয়নের সভাপতি মো.জয়,উদয়কাঠি ইউনিয়নের শ্রমিকলীগের সভাপতি রুহুল আমীন নান্টু,সাধারণ সম্পাদক নুরুজ্জামান কালু, বিশারকান্দি সভাপতি, মেহেদী হাসান সুমন,যুগ্ন সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম রাব্বি, পৌর শ্রমিকলীগ নেতা জহিরুল ইসলাম সম্রাট, আনোয়ার হোসেন, ইউপি সদস্য জামাল হোসেন, সুমন মুন্সি প্রমুখ,