নিখোঁজ সালাউদ্দিনের সন্ধান চায় পরিবার
মোঃ ফিরোজ উদ্দিন
শিশু মোঃ সালাউদ্দিন ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছে তার পরিবার। ৪ দিন ধরে নিখোঁজ সন্তানের চিন্তায় খাওয়া নেই, ঘুম নেই তার মা-বাবার। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
সালাউদ্দিন চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন বাংলাবাজার পূর্বাঞ্চল এলাকার মোঃ নুরুল আলম এর ছেলে। তার বয়স ১৪ বছর। গত ২৭ এপ্রিল সকাল ১০টায় কাউকে কিছু না বলে টেক্সটাইল মোর চায়ের দোকান হতে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি।
পরিবার ও স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে গত ২৭ এপ্রিল বায়েজিদ বোস্তামি থানায় সাধারণ ডায়েরি করেন। জিডিতে বলা হয়েছে- সালাউদ্দিনের উচ্চতা ৪ ফুট, মুখমণ্ডল গোল, শারীরিক গঠন হ্যাংলা, রং শ্যামল, পরিহিত পোশাক, কালো গেঞ্জি লম্বা হাতা, প্যান্ট জিন্সের নীল কালারের।কেউ সালাউদ্দিনের সন্ধান পেলে নগরীর বায়েজিদ বোস্তামি থানা অথবা ০১৭৭৭৩৯৪১১২ অথবা ০১৮৩৮৩৮৩৭৮৭ নম্বরে ফোন করতে অনুরোধ করা হয়েছে।