মোহাম্মদ মাসুদ
সিএমপির কোতোয়ালী থানার অভিযানে ৬৫,০০০ (পঁয়ষট্টি হাজার) পিস ইয়াবাসহ গ্রেফতার একজন।
০৩ এপ্রিল রাত সাড়ে ৯টায় গোপন সংবাদে কোতোয়ালী থানাধীন বাংলাদেশ রেলওয়ে পলোগ্রাউন্ড জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর থেকে আসামি মোঃ তৈয়বুর রহমান ইমন (২০)-কে আটক করে।
আটকের সময় ০১টি কাভার্ড ভ্যান, যার রেজি. নং- চট্ট মেট্রো-ট ১১-৭৯০০ এবং ৬৫,০০০ (পঁয়ষট্টি হাজার) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতায় সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) অতনু চক্রবর্ত্তীর নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, কোতোয়ালী থানা, সিএমপি, চট্টগ্রামের নেতৃত্বে সঙ্গীয় অফিসার-ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনাকালে আসামিকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কোতোয়ালী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়।