1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৮:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
লামায় ৭৫ রিসোর্ট সাময়িক বন্ধ ঘোষণা দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে কাগতিয়া মাদ্রাসা সিএমপি ডিবি’র অভিযানে মালামাল সহ ছিনতাইকারী চক্রের আটক ৫ চোরচক্র ছিনতাইকারী সিন্ডিকেটের ফাঁদে অটোরিক্স বান্দরবানে কয়েক দিনের বৃষ্টিপাত অব্যাহত, অনিয়ন্ত্রিত পাহাড় কাটায় বেড়েছে ধসের শঙ্কা চকরিয়ায় ত্রিমুখী সংঘর্ষে আহত অন্তত ৮ বিয়ের নামে নারীর সাথে প্রতারণা; আদালতে ধর্ষণ মামলা দায়ের, পিবিআইকে তদন্তের নির্দেশ ভুমি দস্যূ হাসনা বেগমে ‘র প্রতারণা ও অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী, সরকারি কমিশনার (ভূমি) কাছে লিখিত অভিযোগ নিখোঁজ বিজ্ঞপ্তি নাম: সিদ্ধার্থ শংকর সূত্রধর (৩৭) কালীগঞ্জ থানা প্রেস ক্লাবের আয়োজনে কালীগঞ্জের কর্তব্যরত সাংবাদিকদের নিয়ে মৌসুমি ফল উৎসব এবং নৌ-ভ্রমন অনুষ্ঠিত

কাউন্সিলরের নেতৃত্বে ওয়ার্কসপ কর্মীকে মারধর থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ২৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের ধীরাশ্রম এলাকায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে হাসান আলী (৫৪) নামে এক ওয়ার্কসপ কর্মীকে মারধর করে মিথ্যা অপবাদ দিয়ে টাকা দাবী করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সদর থানায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আলমাস মোল্লা সহ তিন জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী হাসান।

অভিযোগ সুত্রে জানা যায়, ভুক্তভোগী হাসান দীর্ঘদিন যাবৎ ধীরাশ্রম বাজার এলাকায় একটি গ্রীল ওয়ার্কসপে কাজ করতেন। গত ১৪ মে সন্ধ্যায় কাউন্সিলরের নির্দেশে তাকে কার্যালয়ে ডেকে নিয়ে যান জনৈক মোবারক হোসেন। পরে হাসান কমিশনার কার্যালয়ে উপস্থিত হলে কাউন্সিলর আলমাস মোল্লা তার সহযোগীযোগী তারেক ও আশরাফকে নিয়ে ভুয়া মাছ চুরির অভিযোগ এনে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে। পরে তার কাছে মাছ বাবদ ৩ লক্ষ টাকা দাবী করতে থাকে। অন্যতায় তাকে হত্যার হুমকি দেন কাউন্সিলর আলমাস মোল্লা। । এসময় তাদের নির্যাতনে ভুক্তভোগী হাসান চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যাবস্থা করেন।
সরজমিন ঘুরে জানা যায়, এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের দাবী কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর থেকে আলমাস মোল্লা বেপরোয়া হয়ে উঠেছে। তিনি মিথ্যা মামলা দিয়ে হয়রানি, জমি দখল, মানুষকে কার্যালয়ে ডেকে নিয়ে চালান অমানবিক নির্যাতন।

এই সব ঘটনার বিষয়ে কাউন্সিলর আলমাস মোল্লার সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন আমি একজন জনপ্রতিনিধি তাই চোরকে ধরে এনে পিটিয়েছি প্রতিবেদক মারধরের বিষয়ে কাউন্সিলরকে প্রশ্ন করলে তিনি সাংবাদিক এর উপরে ক্ষোভ প্রকাশ করে ফোন কেটে দেন তিনি আরো বলেন আপনারা যদি জনপ্রতিনিধিকে বিচার করতে না দেন তাহলে আপনি এসে বিচার করেন।

গাজীপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ রাফিউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com