1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
লামায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জশনে জুলুস হাটহাজারীতে সংঘর্ষ আহত ১০৫, পরিস্থিতি নিয়ন্ত্রণ সেনাবাহিনী মোতায়েন ও ১৪৪ ধারা জারি হাটহাজারীতে সংঘর্ষের জেরে ওসি প্রত্যাহার, দায়িত্বে তদন্ত কর্মকর্তা চন্দনাইশ থানার বিশেষ অভিযানে ২টি বন্দুক দেশীয় অস্ত্র সহ আসামি আটক  কওমী-সুন্নীর রক্তক্ষয়ী সংঘর্ষে হঠাৎ নাটকীয় সমাপ্তি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন জশনে জুলুসে জনস্রোত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন জশনে জুলুসে জনস্রোত পলাশের ডাংঙ্গায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আলোচনা সভা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত ৩৮০০ পিছ ইয়াবাসহ কালীগঞ্জের শীর্ষ মাদক সম্রাট আরিফুল ইসলাম ও তাহার সহযোগী আরিফ শেখ গ্রেফতার

চট্টগ্রামের বায়েজিদে চোলাই মদসহ গ্রেফতার ১

আবুল কালাম চট্টগ্রাম
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ২৭৫ বার পড়া হয়েছে

আবুল কালাম চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার হাজিপাড়া এলাকায় চোলাই মদ পচার হচ্ছে এই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৫০০ লিটার দেশি চোলাই মদসহ এক যুবক কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতার কৃত যুবকের নাম হলো সাজ্জাদ হোসেনকে (২৩)।

সোমবার (২০ মে) রাতে আশেকানে আউলিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাজ্জাদ হোসেন, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার কোদলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ফজল মেম্বারের বাড়ির মৃত নূর আলমের ছেলে।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা জানান, প্রাইভেটকার যোগে চোলাই মদ নিয়ে রাঙ্গুনিয়া থানা এলাকা থেকে চট্টগ্রাম শহরের দিকে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওয়াজেদিয়া মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসায় পুলিশ।

রাত ৯টার দিকে একটি প্রাইভেটকার চেকপোস্ট পার হওয়ার সময় থামানোর জন্য সংকেত দেয় পুলিশ। চালক পুলিশের সংকেত অমান্য করে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে নয়ারহাটের দিকে পালিয়ে যায়।

প্রাইভেটকারের পেছনে পেছনে গাড়ি নিয়ে পুলিশও ধাওয়া করে। হাজিপাড়া সৈয়দ বাড়ির আশেকানে আউলিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা এতিমখানা ও হেফজখানার মাঠে প্রাইভেটকারটি থামিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা সাজ্জাদ হোসেনকে আটক করে।

তিনি জানান, প্রাইভেটকারের ভেতর থেকে বস্তায় ভর্তি ৫০০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। প্রাইভেটকারটি জব্দ করা হয়। চোলাই মদ পাবর্ত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে চট্টগ্রাম নগরের বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে বেচে বেশি মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রাইভেটকার যোগে বহনের বিষয়টি স্বীকার করে সাজ্জাদ।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বিভিন্ন থানায় ছিনতাই ও ডাকাতির প্রস্তুতি মামলা রয়েছে তার বিরুদ্ধে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com