হুমায়ুন রুবেল
ভ্রাম্মমান প্রতিনিধি কক্সবাজার।
কক্সবাজারের উখিয়ার মরিচ্যা গোরা মিয়ার গ্যারেজ সংলগ্ন মঙ্গলবার (৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে চৌধুরী পেট্রোল পাম্পের উত্তর পাশে নুরু মিয়া মিজান ও আলীর মাছের প্রজেক্ট থেকে অজ্ঞাত নামা এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে উখিয়া পুলিশ।
স্থানীয় ব্যাক্তিদের সাথে কথা বলে জানা যায়, মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি দীর্ঘদিন মরিচ্যা বাজারের আশপাশে ঘুরাফেরা করতে দেখা যেত। স্থানীয় চেয়ারম্যানের খবরে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শামীম হোসেন জানান মরিচ্যা চৌধুরী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছি লাশের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।