শাহিদুল ইসলাম বাবু
স্টাফ রিপোর্টার
চট্টগ্রাম সিটি গেট এলাকার গার্টেক্স গার্মেন্টস লিমিটেড নামে একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।
বুধবার (১২ জুন) সকাল ১০টা ২০ মিনিটে আকবর শাহ থানাধীন উত্তর কাট্টলী মোস্তফা হাকিম কলেজ রোডের কারখানাটিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। তবে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।
জানা গেছে, পোশাক কারখানায় গুদামে আগুন লেগেছে। ঐ গুদামে সম্পূর্ণ প্রস্তুতকৃত পণ্য রাখা ছিল। আজ পণ্যগুলো ডেলিভারী দেওয়ার কথা ছিল।
তবে এখানো কয়ক্ষতি পরিমাণ জানা যায়নি। কোথায় থেকে আগুনের সূত্রপাত সেইটি এখনো জানা যায়। তা খতিয়া দেখছে ফায়ার সার্ভিস।