ডেস্ক রিপোর্ট
কক্সবাজার জেলার চকরিয়া মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ৬ ইউনিয়নে সরকারি ভূমিহীনদের মাঝে বরাদ্দ দেওয়া ঘরে একাধিক ভাড়াটিয়া।
দৈনিক অনলাইন তালাশপর্ব ২১. এর এর অনুসন্ধানে উঠে এসেছে চেয়ারম্যানদের থেকে বরাদ্দ পাওয়া ঘরগুলো পেয়েছে বিভিন্ন ইউনিয়ন , ওয়ার্ডের একাধিক পুরুষেরা ও যাদের স্বামী ও সন্তান আছে মহিলারাও টাকার বিনিময়ে পেয়েছে ঘরগুলো ।
বরত্ব দেওয়া ঘর গুলো বর্তমানে ভাড়াটিয়া এলাকায় সবই পরিচিত হয়ে গেছে মাসিক ৩ হাজার টাকা করে ভাড়া দেওয়া হয়।
যাদের ঘরগুলো কিনার সমর্থন আছে চুক্তিপত্রের মাধ্যমে এক লক্ষ টাকার বিনিময়ে বুঝিয়ে নেওয়া হয়। বিস্তারিত প্রত্যেকটা ভাড়াটিয়া লাখ টাকা বিনিমায়ের মালিকানা দের সরাসরি সাক্ষাৎকারে ভিডিও নিউজ করা হবে বিস্তারিত দৈনিক অনলাইন তালাশপর্ব২১.