দেশবাসীকে ঈদুল – আযহার শুভেচ্ছা জানিয়েছেন গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফী মেহেদী হাসান
মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ প্রবাসে বসবাসরত এবং বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল -আযহার শুভেচ্ছা জানিয়েছেন গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফী মেহেদী হাসান।
তিনি আমাদের প্রতিনিধিকে জানান আত্মত্যাগ এবং মহান আল্লাহ’র প্রেমে আত্মসমর্পণের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল -আযহা। মুসলিম জাহানের জন্য খুশির বার্তা নিয়ে বছর ঘুরে আবারও ফিরে এসেছে ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আযহা।
মহান আল্লাহ যেন আমাদের কুরবানি”কে কবুল করে। পবিত্র ঈদুল -আযহার খুঁশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে পক্ষে শপথ নিতে সকলের প্রতি আহবান জানাচ্ছি। আসুন দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হয়।
ঈদুল – আযাহার পশু কুরবানীর মধ্যমে নিজেদে পশুত্বকে কুরবানি দিয়ে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা হচ্ছে ঈদুল -আযহার প্রকৃত শিক্ষা।
আমি কালীগঞ্জের মাটি ও মানুষের প্রিয় নেতা ডাকসুর সাবেক ভিপি ও দুইবারের জিএম, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজীপুর ৫ কালীগঞ্জের মাননীয় সংসদ সদস্য আখতারুজ্জামান ভাই এর পক্ষ থেকে গাজীপুর জেলা বাসী তথা কালীগঞ্জের সর্ব সাধারণ মানুষকে পবিত্র ঈদুল – আযহার শুভেচ্ছা ও মোবারকবাদ।
বাংলাদেশের মানস কন্যা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বীতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তাই আসুন আমরা শেখ হাসিনার নেতৃত্বে আবার ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকল কে ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে, সকলের জন্য পবিত্র ঈদুল আযাহার অগ্রীম শুভেচ্ছা ও শুভকামনা জানাই। সকলের মঙ্গল কামনা করছি।