1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
লামায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জশনে জুলুস হাটহাজারীতে সংঘর্ষ আহত ১০৫, পরিস্থিতি নিয়ন্ত্রণ সেনাবাহিনী মোতায়েন ও ১৪৪ ধারা জারি হাটহাজারীতে সংঘর্ষের জেরে ওসি প্রত্যাহার, দায়িত্বে তদন্ত কর্মকর্তা চন্দনাইশ থানার বিশেষ অভিযানে ২টি বন্দুক দেশীয় অস্ত্র সহ আসামি আটক  কওমী-সুন্নীর রক্তক্ষয়ী সংঘর্ষে হঠাৎ নাটকীয় সমাপ্তি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন জশনে জুলুসে জনস্রোত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন জশনে জুলুসে জনস্রোত পলাশের ডাংঙ্গায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আলোচনা সভা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত ৩৮০০ পিছ ইয়াবাসহ কালীগঞ্জের শীর্ষ মাদক সম্রাট আরিফুল ইসলাম ও তাহার সহযোগী আরিফ শেখ গ্রেফতার

বাঁশখালীর নাটকীয় সংবাদ সম্মেলনকে বয়কটের ডাক

ওসমান গনি চট্টগ্রাম
  • প্রকাশিত: শনিবার, ২২ জুন, ২০২৪
  • ২৬৭ বার পড়া হয়েছে

ওসমান গনি চট্টগ্রাম

ইউপি সদস্য আনোয়ারুল ইসলামই সাংবাদিক গাজী গোফরানের বড় ভাই মোঃ বোরহান উদ্দিনের উপর হামলা করেছে-তা তার নিজের স্বীকারোক্তি ও অনুসন্ধানে প্রমাণিত হওয়ার পরও ইউপি সদস্য কর্তৃক আগামীকালের নাটকীয় মানববন্ধনের তীব্র বিরোধিতা করছে চট্টগ্রাম সাংবাদিক সংস্থা-চসাস। সংগঠনটির সভাপতি সৈয়দ দিদার আশরাফী ও সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চসাস নেতৃবৃন্দ বলেন, নিজেই হামলাকারী হয়ে প্রকৃত ঘটনাকে আড়াল করতে মানববন্ধনের ডাক নাটকীয়তার সামিল। নিন্দার সাথে আমরা এর তীব্র বিরোধিতা করছি। আমাদের প্রত্যাশা, চট্টগ্রামে কর্মরত সকল সাংবাদিক প্রকৃত ঘটনা অনুসন্ধান করে উক্ত সাজানো মানববন্ধনকে বয়কট করবে।
তারা বলেন, একজন সাংবাদিক হিসেবে গাজী গোফরান অনিয়মের সংবাদ জনসম্মুখে তুলে ধরবেন এটি তার পেশাগত কর্তব্য। কিন্তু এই সংবাদ প্রকাশের জের ধরে তার পরিবারের উপর হামলা একটি জঘন্যতম অপরাধ। এমনকি এর মধ্য দিয়ে ওই সাংবাদিকের স্বাধীনতা হরণ করা হয়েছে।
চট্টগ্রামে কর্মরত সকল সাংবাদিকদের উদ্দেশ্যে চসাস নেতৃবৃন্দ বলেন, সম্মানিত প্রিয় সাংবাদিকবৃন্দ, আমাদের অবস্থান অনিয়মের বিরুদ্ধে। গণমাধ্যমের সহকর্মী হিসেবে আপনাদের সহযোগিতা আমরা সবসময় প্রত্যাশা করি। এখন আমাদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। তাই অনুসন্ধান করে আপনারাও সত্য ঘটনাটি কি তা বের করুন।
অনুসন্ধান করে ঘটনার সত্যতা পেলে, গত ২০ জুন চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে চট্টগ্রাম সাংবাদিক সংস্থা। শুধু তাই নয়, ইউপি সদস্যের পক্ষে যে কয়টি আইপিটিভি সংবাদ প্রকাশ করেছিল, পরবর্তীতে অনুসন্ধান করে ইউপি সদস্যের পক্ষে ঘটনার সত্যতা না পেয়ে তারা তাদের ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া থেকে সকল ধরনের সংবাদ প্রত্যাহার করে নেয়।
জনপ্রতিনিধি যেখানে সাংবাদিকদের পেশাগত কাজে সহযোগিতা করবেন, তা না করে উল্টো সংবাদ প্রকাশের জের ধরে হামলা করে ফৌজদারি অপরাধ সংগঠিত করেছেন। এতে ওই সাংবাদিক ও তার পরিবারের স্বাধীনতা ক্ষুন্ন হয়েছে। চসাস সভাপতি ও সাধারণ সম্পাদক ওই সাংবাদিক ও তার পরিবারের ওপর হামলার সঙ্গে জড়িত ওই ইউপি সদস্য ও তার সহযোগী সন্ত্রাসীদের তদন্তের মাধ্যমে চিহ্নিত করে শাস্তি নিশ্চিত ও ভুক্তভোগী ওই সাংবাদিক ও তার পরিবারের সদস্যদের কাছে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com