
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম চন্দনাইশের ১নং কাঞ্চনাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আবদুর শুক্কুর (৬৩) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। মঙ্গলবার বিকাল ৪টায় চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র ও চার কন্যা রেখে যান। বুধবার সকাল ১০ টায় কাঞ্চনাবাদ জাহাঙ্গীরিয়া মমতাজিয়া দরবার শরীফের মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে। চেয়ারম্যান আবদুর শুক্কুরের মৃত্যুতে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী গভীর শোক প্রকাশ করেন।