1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৯:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বালু নিলাম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি। বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প পুনরুদ্ধারে কালীগঞ্জে প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন ইউএনও তনিমা আফ্রাদ কালীগঞ্জে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১১ লাখ টাকার চেক ও ৫ লক্ষ্য টাকার সঞ্চয়পত্র বিতরণ চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দাবিতে মদন উপজেলা প্রশাসনের প্রতি বিনীত আহ্বান , যুব অধিকার পরিষদ এর সভাপতি মোঃ কামাল উদ্দিন চন্দনাইশ পৌরসভা মেয়র হতে চেয়ে পৌরসভা এলডিপির সভাপতি আলহাজ্ব এম আইনুল কবিরের মামলা নরসিংদীর ঘোড়াশালে প্রান আরএফএলের কাভার্ডভ্যান চালককে গুলি করে হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের  দবীতে মানববন্ধন নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন বলে চট্টগ্রাম হাটহাজারী ঐতিহাসিক তিনটি দিঘী পু:নখননের উদ্যোগ র‍্যাবে কর্মরত এএসপি পলাশ সাহা গুলিবিদ্ধ লোমহর্ষক মৃত্যু  গোদাগাড়ী উপজেলায় ভ্রাম্যমাণ আদালত কয়েকটি বেকারীতে পরিদর্শন

স্বাধীনতা সংগ্রামী মানিক চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ৩০ জুন

মোঃ জামশেদুল ইসলাম চৌধুরী
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী, মহান মুক্তিযুদ্ধের কীর্তিমান সংগঠক, ৬ দফা আন্দোলনের অগ্রদূত, ঐতিহাসিক আগড়তলা ষড়যন্ত্র মামলায় অন্যতম অভিযুক্ত, অবিভক্ত চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, ২০১৮ সালে স্বাধীনতা পদকে ভূষিত জাতীয় বীর মানিক চৌধুরী’র (ভূপতি ভূষণ চৌধুরী) ৪৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা আগামী ৩০ জুন, রবিবার বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
স্বাধীনতা সংগ্রামী মানিক চৌধুরী স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র (প্রতিমন্ত্রী) জননেতা এম. রেজাউল করিম চৌধুরী।
মুক্তিযুদ্ধকালীন জয় বাংলা স্বেচ্ছাসেবক বাহিনী, চট্টগ্রামের উপ-প্রধান বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ চৌধুরীর সভাপতিত্বে ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক লেখক-সাংবাদিক শওকত বাঙালির সঞ্চালনায় বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি জননেতা মাহাতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা এমএ সালাম, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক চসিক মেয়র জননেতা আ.জ.ম নাছির উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা মফিজুর রহমান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুস, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান জননেতা এটিএম পেয়ারুল ইসলাম, বাংলাদেশের মুক্তিরসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান। এছাড়া, মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ আলোচনায় অংশগ্রহণ করবেন।
সভায় মুক্তিযুদ্ধের পক্ষের সকলকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com