মোঃআমিন উল্লাহ টিপু চন্দনাইশ প্রতিনিধি
-চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা সদর ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন আজ ২৯ জুন শনিবার সম্পন্ন হয়েছে। সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্য্যন্ত টানা ভোট গ্রহন করা হয়। এতে ৩ শত ভোটার প্রত্যক্ষ ভোট দিয়ে সভাপতি মোহাম্মদ সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি, সহ সভাপতি মোহাম্মদ জিসান, সহ সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন, অর্থ সম্পাদক টিপু সুলতান সুমন,সহ অর্থ সম্পাদক সাজ্জাদ হোসেন, প্রচার সম্পাদক মোঃ মফিজুর রহমান, ধর্মীয় সম্পাদক মোঃ রাশেদুল আলম,ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক মোঃ হাছান চৌধুরী ভোটে নির্বাচিত করে ১৬ সদস্য বিশিষ্ট কার্যকারী কমিটি গঠন করা হয়। এ সময় নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করেন রিটার্নিং কর্মকর্তা পলাশ দেব ও প্রিজাইডিং দায়িত্ব ছিলেন হাসান আলী ও এহসান উল্লাহ।