জামশেদুল ইসলাম চৌধুরী
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত জলদি হোসাইনিয়া কামিল মাদ্রাসা, এই প্রতিষ্ঠানটি হচ্ছে চলমান আলিম পরীক্ষার বাঁশখালীর একমাত্র কেন্দ্র। যেখানে বাঁশখালীর সকল প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা এসে পরীক্ষা দিচ্ছে। আর কেন্দ্রে যেতে হলে পরীক্ষার্থীদের এই সড়কের উপরে বয়ে চলা পঁচা পানি পাড়ি দিয়ে যেতে হয়। বিগত ১৫ বছর ধরে সড়কটির টেন্ডার হয়ে আসছে কিন্তু আজও কাজ হয়নি। রাস্তার পাশে নালার পঁচা পানি রাস্তায়।
এছাড়াও হারুন বাজার সড়ক দিয়ে যাতায়াত করে ভাদালিয়া এবং সরলের ইউনিয়ন হাজার হাজার মানুষ। মিয়ারবাজার থেকে সরল পর্যন্ত নাজুক অবস্থা। পরিবহন চলাচলের কোন পরিস্থিতি নাই বল্লেও চলে।