ফয়েজ আহম্মেদ শাওন
বানারীপাড়া প্রতিনিধি
বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের দরবার শরীফ মাদ্রাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী নাদিয়া আক্তার মিমি(১৪) ঘরের সিলিং ফ্যানে গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করেছে।
জানাগেছে গত ৩০ জুন রবিবার রাতে মায়ের সাথে তর্কবিতর্ক হলে অভিমান করে রাত সাড়ে এগারোটার দিকে এই আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে
বানারীপাড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে মেয়েটিকে মৃত উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এবিষয়ে বানারীপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম মর্গে পাঠানো হয়েছে।
০১/০৭/২০২৪ইং