বিরামপুরে উপজেলা চেয়ারম্যানের সাথে প্রেসক্লাবের সদস্যদের মতবিনিময়
আব্দুর রউফ সোহেল স্টাফ রিপোর্টার দিনাজপুর -
দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব পারভেজ কবীরের সাথে বিরামপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিকদের বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ৯টায় উপজেলা পরিষদে চেয়ারম্যানের কার্যালয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এসময় বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক মশিহুর রহমান, যুগ্ন-আহবায়ক সাংবাদিক হাফিজ উদ্দিন সরকার, সাবেক সভাপতি সাংবাদিক আকরাম হোসেন, সাংবাদিক রায়হান কবির চপল সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপচারিতায় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব পারভেজ কবীর বিরামপুর উপজেলার উন্নয়নে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং বিরামপুর উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করতে সর্বাত্বক প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে আশ্বাস প্রদান করেন। এছাড়াও স্থানীয় সাংবাদিকদের বৃহত্তর সংগঠন বিরামপুর প্রেসক্লাবের উন্নয়নের প্রতিশ্রুতি প্রদান করেন।