আব্দুর রউফ সোহেল স্টাফ রিপোর্টার দিনাজপুর:
দিনাজপুরের বিরামপুরে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মঞ্জুরুল ইসলাম। সোমবার (১২ আগস্ট) বিকেলে বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে সিনিয়র এএসপি মঞ্জুরুল ইসলামের আমন্ত্রণে বিএনপি নেতৃবৃন্দ এ মতবিনিময় করেন। এতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক দবিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরে আলম নূরা, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ৫নং ওয়ার্ড কাউন্সিলর শওকত আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব ও জেলা যুবদলের সহ-আইন বিষয়ক সম্পাদক মিঞা শিরন আলম সহ উপজেলা ও পৌর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময়ে বিরামপুর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ সকলেই নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্বক প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে আলোচনা করা হয়।