মো: সাহিদুল ইসলাম বাবু
স্টাফ রিপোর্টার
ডেস্ক নিউজ:১৬আগষ্ট
চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা ও ৩৯নং ওয়ার্ড বিএনপি'র অঙ্গসংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন রোগ মুক্তির কামনায় বিশেষ দোয়া মাহফিল কর্মসূচি পালন করেছে।
শুক্রবার বাদে আসর বন্দরটিলাস্থ আলী শাহ জামে মসজিদে এই মহতী উদ্যোগ সম্পন্ন করা হয়েছে। দোয়া মাহফিলের বিশেষ মোনাজাত পরিচালনা করেছেন মসজিদের খতিব ও পেশ ইমাম সাহেব।
এসময় দলের পক্ষে উপস্থিত ছিলেন বিএনপির নগর সদস্য মোঃ নূরুজ্জামান কন্ট্রা: বিএনপি নেতা মাহবুব এলাহী,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহজাহান সাজু, থানা কমিটির সাধারণ সম্পাদক মোঃ রোকনউদ্দিন মাহমুদ খলিল, সিনিয়র সহ-সভাপতি মোঃ মুজাদ বারেক, যুগ্ম সম্পাদক মোঃ জাবেদ আনসারী,সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান হোসেন,সহ-সভাপতি মোঃ শাহজাহান , মোঃ শরীফ, মোঃ রিয়াজ উদ্দিন রিয়াজ, ইফতেখার উদ্দিন, নূর উদ্দিন মুন্না, মিজানুর রহমান পারুল , মোঃ নওশাদ, সুমন রহমান, ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর,যুবদলের মোঃ সোহেল, মোঃ রিয়াদ,সাইফুর রহমান রনি , ছাত্রদলের মোঃ নূর উদ্দিন সাহেদ, আকিব জাভেদ, রায়হান সাদ্দাম রানা, স্বেচ্ছাসেবক দলের মোঃ ইউসুফ সুমন,মিজানুর রহমান , সাজ্জাদ হোসেন সহ শ্রমিক দল, তাঁতীদল এবং জাসাস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া বিশেষ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে শতশত মুসল্লি পরিষদ, পঞ্চায়েত মুসল্লিগণ, কর্মীসমর্থকরা উপস্থিত ছিলেন।
বিশেষ মোনাজাতে দেশবাসীর প্রতি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্ত কামনা করে আগামীতে দেশের কাজে ফিরে আসতে মহান আল্লাহ তায়ালার অশেষ রহমত কামনা করা হয়েছে।