মোঃআমিন উল্লাহ টিপু
চন্দনাইশ প্রতিনিধি।
চট্টগ্রামের চন্দনাইশে অবিরাম বর্ষণে জলবদ্ধতায় হাঁটু সমান পানি সাধারণের চলাচলে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়েছে। শনিবার রাত হতে দিনব্যাপী অবিরাম বর্ষণে উপজেলার বিভিন্ন এলাকায় পানি নিষ্কাশনের অভাবে এ জলাবদ্ধতার সৃষ্টি হয়। জানা যায় উপজেলার পৌরসভাস্থ থানা সদর, হাসপাতাল সড়ক, বাদামতল, বিদ্ধীনি পুকুর পাড়, হারলা, ৮নং ওয়ার্ড নয়া হাট, হরিনার পাড়া, চৌধুরী পাড়া, হাশিমপুর, সৈয়দাবাদ সড়ক, পৌরসভার ৭নং ওয়ার্ড, মিজ্জীর দোকান, মাঝর পাড়া অবিরাম বর্ষণে পানি নিষ্কাশনের অভাবে পানি এসব এলাকায় বসত-বাড়ি, ব্যবসায়ীক প্রতিষ্ঠানে ঢুকে পড়েছে। ফলে থানা ও হাসপাতালের সেবা গ্রহণকারী লোকজনের জলবদ্ধতার কারণে যাতায়তের অসুবিধায় পড়েছে। কারো কোন প্রয়োজনে এসব এলাকায় যেতে হলে সড়কের উপরে হাঁটু ও কোমর পরিমাণ পানি মাড়িয়ে যাতায়ত করতে হয়। স্থানীয় বসাবসকারী বিদ্ধীনি পুকুর পাড় ব্যবসায়ী সমিতি সভাপতি সাদ্দাম হোসেন জানান, পৌরসভার পানি নিষ্কাশন ব্যবস্থার স্বল্পতার কারণে সাধারণের এ দূরাবস্থা।