নিজস্ব প্রতিবেদক।
দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরনে ইপিজেডে ৫০টি ফলজ বৃক্ষ রোপণ করেছে ছাত্র- জনতার একাংশ। রবিবার বিকেলে ক্রিড়াবিদ ও সাংবাদিক বাবুল হোসেন বাবলা গাছের চারা রোপনের মাধ্যমে এ অভিযানের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন হাসান রিফাত, সোহেল আরমান,নবী হোসেন রাজু,নিশান,ইপ্তি,আরিফ,শুক্কুর
আসিফ ও প্রমুখ।
এসময় ছাত্ররা বলেন, শহীদ আবু সাঈদের বাবার দাবি অনুযায়ী আমরা ভাস্কর্য না বানিয়ে তাদের স্মরণে বৃক্ষরোপণ ও জনসেবামূলক কাজ করে যাচ্ছি। আমাদের কাজের মাধ্যমে সব সময় শহীদদের স্মরণ করে রাখতে চায় এবং শহীদদের স্মরণে নগরীকে সবুজায়ন করতে চায়।
সাংবাদিক বাবলা বলেন ধীরে ধীরে আমাদের সমাজটাকেও সংস্কার করতে হবে, এর জন্য সবার আগে আমাদের পরিবেশ ঠিক করতে হবে। পরিবেশ ঠিক থাকলেই আমরা সুন্দর চিন্তা করতে পারবো বলে আমার মনে হয়। আর আমরা জানি, পরিবেশ ঠিক রাখতে আমাদের দরকার বেশি বেশি গাছ লাগানো। একটি সুন্দর, মনোরম, শীতল পরিবেশ ঘরে উঠলে মানুষের মন মানসিকতার, নজরের, এবং সুন্দর ভাবনার আবির্ভাব হবে।