সুব্রত বাবু
সিক্রেট রিপোর্টার
কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার (০১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়, উক্ত অনুষ্ঠানে,
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেগম খালেদা জিয়ার ফরেন এ্যাফেয়ার্স কমিটির সদস্য ও জেলা বিএনপির সভাপতি তাসভীর-উল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম হাবিব নয়ন ও যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল নাহিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র তারিক আবুল আলা চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ সরকার, সহ-সভাপতি মহসিন আলী, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বাচ্চু, পৌর বিএনপি সভাপতি নূর মোহাম্মদ,
সাধারণ সম্পাদক সোলায়মান সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলু, উপজেলা মহিলা দলের আহ্বায়ক রিনা বেগম ও পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক লতা বেগম, ছাত্রদলের আহ্বায়ক বিপুল আহমেদ, যুগ্ন-আহ্বায়ক রমজান আলী কবির প্রমুখ।