লিখক: বিএনপি নেতা মহিউদ্দিন জীবন
আজ ১/৯/২০২৪ রোজ শনিবার রাউজান উপজেলা উত্তর হলদিয়া ফটিকছড়ি সীমান্তর হচ্ছারঘাট বন্যায় কবলিতা সর্ত্তার খাল ভাঙ্গা পরিদর্শন করেন রাউজান উপজেলা বিএনপি আহবায়ক কমিটি অন্যতম সদস্য সাবেক ছাত্রনেতা মহিউদ্দিন জীবন,সাথে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন বাহাদুর, হলদিয়া ইউনিয়ন বিএনপি নেতা মানিক, খিরাম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক বাবর, যুবদল নেতা কবির, হলদিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক শফি যুগ্ম আহবায়ক দিদারুল আলম, যুবদল নেতা ইলিয়াস, জামাল, ওসমান গনি, জামাল উদ্দিন, তসলিম উদ্দিন, গিয়াসউদ্দিন জুবাই, হালিম, গিয়াস, হুমায়ুন জহির শুভ জয়নাল, জসিম উদ্দিন, আনিস সহ প্রমুখ।
রাউজান উপজেলা বিএনপি আহবায়ক কমিটি সদস্য মহিউদ্দিন জীবন বলেন গত বছর নভেম্বর মাসে রাউজান ও ফটিকছড়ি উপজেলা মধ্যে হচ্ছারঘাট সেতু নির্মাণ উদ্বোধন করেন রাউজানে অবৈধ এমপি ফজলে করিম, খাতিজাতুল আনোয়ার সনি মিলে ফটিকছড়ি খিরাম ইউনিয়ন, রাউজান উপজেলা হলদিয়া ইউনিয়ন জনসাধারণের সাথে সেতু নিয়ে প্রতারণা করেছেন।
আমরা জানতে পারি, হচ্ছারঘাট সেতু কোন টেন্ডার হয়নি, যদি টেন্ডার হয়ে থাকতো, আজ এক বছর হয়ে যাচ্ছে কেন সেতুর নির্মাণ কাজ শুরু হচ্ছেনা, যদি টেন্ডার হত ঠিকাদারের নাম প্রকাশ থাকতো। তাঁরা দুইজন অবৈধভাবে ক্ষমতা দখল করে। রাউজান ফটিকছড়ি জনসাধারণের সাথে প্রতারণা করেছে। আজ তাঁরা কোথায় জনগণের সাথে প্রতারণা করে টিকে থাকতে পারেনি।