1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৬:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
পিএইচডি ডিগ্রি অর্জন ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আরিফুর রহমান  রংপুরের  মীরবাগে মানসিক রোগীদের স্বাস্থ’্য বিষয়ক ক্যাম্পের আয়োজন করা হয়েছে, সেনাবাহিনীর সহায়তায় দীর্ঘ ২ বছর পর ঘরে ফিরল ১পরিবারের ৫সদস্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থানচি কতৃক পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত  ম্যালেরিয়া নিয়ন্ত্রণে প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা  থানচিতে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  বালু নিলাম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি। বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প পুনরুদ্ধারে কালীগঞ্জে প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন ইউএনও তনিমা আফ্রাদ কালীগঞ্জে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১১ লাখ টাকার চেক ও ৫ লক্ষ্য টাকার সঞ্চয়পত্র বিতরণ চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দাবিতে মদন উপজেলা প্রশাসনের প্রতি বিনীত আহ্বান , যুব অধিকার পরিষদ এর সভাপতি মোঃ কামাল উদ্দিন

চন্দ্রঘোনা কর্ণফুলী নদীতে অতিরিক্ত স্রোতের কারণে ফেরি চলাচল বন্ধ ।

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে

সুব্রত বাবু
সিক্রেট রিপোর্টার

কাপ্তাই উপজেলার রাইখালী এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনার উভয়দিকে কর্ণফুলি নদীর উপর নৌ পথে যাতায়াতের জন্য ব্যবহৃত ২ টি ফেরি নদীতে স্রোতের কারনে আবারও সোমবার (২ সেপ্টেম্বর) বেলা ১২ টা হতে বন্ধ হয়ে গেছে।

এর আগে গত ২৫ আগস্ট কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীল ওয়ের ১৬ টি জলকপাট ছাড়ার ফলে ঐদিন সকাল ৮ টা হতে ফেরি চলাচল বন্ধ হয়ে গেলেও পরেরদিন ২৬ আগস্ট ফেরি চলাচল আবারও স্বাভাবিক হয়।

ফেরির চালক, কর্মচারী এবং বিভিন্ন যানবাহনের চালকদের সাথে কথা বলে জানা যায়,
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীল ওয়ে ছাড়া থাকা ছাড়াও কর্ণফুলী নদীতে যখন জোয়ার আসে তখন ফেরিতে উঠার সিঁড়িতে অতিরিক্ত পানি উঠে গেলে দিনের কয়েক ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকে।

এই ফেরি চলাচল বন্ধের ফলে রাঙামাটি টু বান্দরবান-: রাজস্থলী সড়কে চলাচলকারী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

এতে বিপাকে পড়েন এই রুটে চলাচলকারী শত শত যাত্রী। তাদের বিকল্প হিসাবে ইঞ্জিন চালিত বোটে পার হয়ে চলাচল করতে হচ্ছে। এছাড়া অতি প্রয়োজনীয় গাড়ি গুলো চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার গোডাউন সেতু ব্যবহার করে চলাচল করছে।

সোমবার (২ সেপ্টেম্বর ) দুপুর ১ টায় এই প্রদিবেদক যান চন্দ্রঘোনা ফেরি ঘাট এলাকায়।
এসময় চন্দ্রঘোনা ফেরি ঘাট এলাকার বাসিন্দা মো: সোহেল ও মো: মুন্না জানান , আমরা কর্ণফুলী নদীর তীরে বসবাস করি।

আজকে (সোমবার) নদীতে প্রচুর পানি দেখা যাচ্ছে। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে হতে পানি ছাড়ার ফলে নদীতে তীব্র স্রোত দেখা যাচ্ছে। ফলে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

সিএনজি চালক মো: ইমরান ও মো: বাচা জানান, আমরা সিএনজি নিয়ে বসে আছি, ফেরি চলাচল বেলা ১২ টা হতে বন্ধ রয়েছে।

ফেরির কর্মচারী মো: শাহজাহান সোমবার দুপুর ১ টা ২০ মিনিটে এই প্রতিবেদককে জানান, সকালে কয়েকবার ফেরি চলাচল করতে পারলেও বেলা ১২ টার দিকে কর্ণফুলি নদীতে জোয়ার এসে ফেরির গ্যাংওয়েতে প্রচুর পানি এসেছে।

ফলে ফেরি চলাচল বন্ধ রয়েছে। তিনি আরোও জানান, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীল ওয়ে দিয়ে পানি ছাড়া হচ্ছে, ফলে কর্ণফুলী নদীতে তীব্র স্রোত থাকায় আমরা ফেরি চলাচল করতে পারছি না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com