রাউজান উপজেলা প্রতিনিধি :
মায়ের পর একমাত্র ছেলে তরুণ আরমানও আত্নহত্যার পথ বেঁচে নিলেন রাউজানে। এর আগে আত্নহত্যা করেন তার বোন।
সোমবার (২ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নন্থ নিজ বাড়ীতে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেন আরমান। সে ডাবুয়া ইউপি মেম্বার ও আমিরহাট বাজারের ডেকোরেটার্স মোহাম্মদ জসীমের প্রথম ঘরের সন্তান।
জানাগেছে, বেশ কয়েক বছর আগে আরমানের মাও আত্নহত্যা করে মারা যান। বছর দুয়েক আগে আত্নহত্যা করেন তার এক বোন। মায়ের মৃত্যুর পর থেকে আরমান মানষিকভাবে ভেঙ্গে পড়েন। বিভিন্ন সময় মায়ের শোকে আহাজারী করতো আরমান।
তিন দিন আগে ফেসবুকে স্টাটাসে লিখেন, 'সত্য বলাটা যন্ত্রণার। বললেই ডিটেইলস লাগে। সত্য সবসময় প্রমাণ চায়। মিথ্যারই প্রমাণ লাগে না'।
আরেকটি ফেসবুক স্টাটাসে লিখেন, 'যে তোমার অনিষ্ট চাই, সে তোমাকে রাগাতে চেষ্টা করবে, অতপর এভয়েড করে চলবে, অতপর অপবাদ রটাবে। কিছুতেই যদি তোমাকে লক্ষ্যচ্যুত করতে না পারে তোমার শুভাকাঙ্ক্ষী সেজে ধোঁকা দিতে চেষ্টা করবে।'
এদিকে, আরমানের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিচিত জনের কাছে আরমান ছিল খুব অমায়িক। গাউছিয়া হক কমিটি, ডাবুয়া তরুন সংঘ সহ সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিল আরমান।
উল্লেখ্য, এক পরিবারে ৩ জনই আত্নহত্যার পথ বেঁচে নেওয়ার ঘটনায় অনেকে হতবম্ভ। মেনে নিতে পারছেনা পুরো পরিবারেই একই পথে মৃত্যুর ঘটনা।