1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১২:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা  ৪ থানার ওসি পদে রদবদল সারাদেশ সহ রাজশাহীতে ক্ষতিগ্রস্ত পান চাষী, পানের দাম বৃদ্ধির জন্য সরকারের প্রতি আহ্বান রংপুরের পত্রিকা বিক্রেতার মেয়ে এইচএসসিতে জিপিএ-৫ লাভ। গাজীপুরে অর্থ আত্মসাধ মামলায় আত্মসমর্পণ করে বিএনপি নেতা ও সাবেক নির্বাহী প্রকৌশলীসহ তিনজন কারাগারে  পূবাইলে কৃষি জমি ও পুকুর বালি ভরাটের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা রংপুরে সাত দফা দাবি আদায়ে রংপুরে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা কালীগঞ্জে ছদ্মবেশে অপহরণ, নারী গ্রেফতার বিজিবির যৌথ অভিযানে অস্ত্র গোলাবারুদসহ আটক দুই

বিবাহের কথা বলে ১মাস ধর্ষণ করেন রাশেদা বেগম নামে এক নারীকে।

নিজস্ব প্রতিবেদক।
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ৩৯ নং ওয়ার্ডস্থ এস আলম বি আলম গলির সিটিং মার্কেট এলাকায় বিবাহের কথা বলে একটি রুম ভাড়া নিয়ে ১মাস ধরে ধর্ষণ করেন রাশেদা বেগম নামে এক নারীকে।অভিযোগ উঠছে রিকশা গ্যারেজ মালিক রাজুর বিরুদ্ধে। গত ৯ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় এসব তথ্য জানান ঐনারী।  এবিষয়ে ভুক্তভোগী রাশেদার কাছে জানতে চাইলে তিনি সংবাদমাধ্যমকে ভিডিও সাক্ষাৎতে বলেন,রাজু আমাকে বিবাহের কথা বলে এস আলম বি আলম গলির সিটিং মার্কেট এলাকায় একটি ভাড়াবাসা নিয়ে বিবাহের কথা বলে প্রতিদিন আমাকে ধর্ষণ করেন,বিবাহের কথা বললে রাজু আমাকে বলে আজকে করব কাল করব বলে একটি মাস হয়ে যায়।আমাকে বিবাহ না করে উল্টা আমাকে জানে মারার হুমকি দেন রাজু। তিনি আর ও বলেন,আকমল আলী রোড পকেট গেইটে বেড়িবাঁধের আগে রাজুর একটি রিকশার গ্যারেজ রয়েছে। রাজু আমাকে প্রেমের ফাঁদে ফেলে আমাকে ধর্ষণ করেন, ।বিবাহের আগে রাজু বলেছিলো তিনি  কোনো মেয়েকে বিবাহ করে নাই,তিনি অবিবাহিত বলে আমাকে নিয়ে একটি ভাড়াঘরে উঠেন। পর ভালেভাবে খোজখবর নিয়ে দেখি রাজু বিগত আগেও দুটি বিবাহ করেছে। তিনি আরও বলেন,বিগত আগেও বিবাহের  বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে কয়েকবার সমাধান হয়েছিলো,যে রাজু আমাকে শরিয়ত মোতাবেক বিবাহ করার কথা।একদিন পর রাজু আমাকে বলেন আমি তোমাকে বিবাহ করব না,তোমার যদি কিছু করার ক্ষমতা থাকে তুমি করতে পারো।তিনি আরও বলেন,রাজু একজন প্রতারক সে আমাকে বিবাহের কথা বলে আমার সাথে প্রতারণা করেছে। আমি রাজুর কঠিন বিচারের দাবী জানাচ্ছি। এবং আমি প্রতারক রাজুর বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে একটি মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছি বলে জানান তিনি।  রাশেদার ধর্ষণের বিষয়ে রিকশা গ্যারেজ মালিক রাজু’র মুঠোফোনে যোগাযোগ করলে তিনি তার অভিযোগ অস্বীকার করে বলেন,আমি রাশেদার সাথে কোনো ধরনের খারাপ কাজ করি নাই,রাশেদা আমাকে হয়রানি করেছে,এবং আপনাদেরকে ও হয়রানি করছে,রাশেদা আমার সাথে প্রতারণা করেছে,আমি রাশেদার সাথে কোথাও বাসা নিয়ে ছিলাম না।রাশেদা যেসমস্ত কথাবার্তা বলছে এইসব কথাবার্তা মিথ্যা ও বানোয়াট বলে সব অভিযোগ অস্বীকার করেন রিকশা গ্যারেজ মালিক রাজু। স্থানীয় সূত্রে  আরও জানা গেছে,রাজু বিগত আগেও দুটি বিবাহ করেন বর্তমানে ছোট বউকে নিয়ে রাজু সংসার করছেন।রাজু ছেলে হিসাবে ভাবে তেমন  একটা ভালো না।দুটি স্ত্রী থাকা সত্তােও তিনি অন্য আর একজন মেয়ের সাখে প্রেম করেছে  বিষয়টি সত্তো বলে জানান তিনি।  রাজুর বিষয়ে মানবাধিকারের এক কর্মীর কাছে জানতে চাইলে তিনি বলেন,রাজু বিগত অনেক আগে তার বড় বউকে তালাক দেয়ার জন্য আমাদের কাছে একটি অভিযোগ দিয়েছিলো,পরে রাজু আমাদের সাথে দেখা করেন নাই। রিকশা গ্যারেজটি রাজু’র না,রাজু ঐগ্যারেজে চাকরি করে, বর্তমানে রাজু ছোট বউকে নিয়ে সংসার করছে,এর বাহিরে আর কিছু জানি না  বলে জানান তিনি।  এবিষয়ে রাজুর ছোট বউ এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তার মুঠোফোনটির সংযোগ বিছিন্ন পাওয়া গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com