প্রতিনিধি,বাঁশখালী (চট্টগ্রাম) :
চট্টগ্রামের বাঁশখালীতে ৮মশ্রেনীতে পড়ুয়া তানজিনা আক্তার মনি (১৪) নামে এক ছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এলাকার বখাটে যুবক হাবিবুল্লাহ’র নেতৃত্বে কয়েকজন বখাটে যুবক তানজিলাকে অপহরণের চেষ্টা চালায়। তানজিনা গন্ডামারা ইউনিয়নের হাজী মকবুল আলী তালুকদারের বাড়ির জনৈক মোহাম্মদ হোছাইন এর কন্যা। বৃহস্পতিবার (১২ আগষ্ট) রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়ি থেকে তাকে তুলে নেওয়ার চেষ্টা করা হলে পরিবারের লোকজন বাঁধা দেওয়ায় তাদের মারধর ও নগদ টাকাসহ স্বর্ণালংকার লুটে নেয়। তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে ২ বখাটেকে, পরে পুলিশ এসে আরো এক বখাটেকেসহ ৩জনকে আটক করে। বর্তমানে এজহার নামীয় আসামিগণ সিনেমা স্টাইলে স্বর্ণ, নগদ অর্থসহ ডাকাতি করে নিয়ে যায় বলে জানা যায়। এব্যাপারে ছাত্রীর বাবা মোহাম্মদ হোছাইন বাদী হয়ে বখাটে হাবিবুল্লাহকে প্রধান আসামী করে বাঁশখালী থানায় মামলা দায়ের করেন। মামলার বাদী মোহাম্মদ হোছাইন জানান, মামলা দায়েরের পর পুলিশ ৩জনকে আদালতে চালান দেয়। আদালত থেকে বখাটেরা জামিনে এসে মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য চাপ দিচ্ছে, মামলা প্রত্যাহার না করলে তাকে ও তার পরিবারের লোকজনদের জানে মেরে ফেলার হুমকি দেয়ায় বর্তমানে তিনি ও তার পরিবারেরলোকজন নিরাপত্তাহীনতায় আছেন বলেও জানান। উল্লেখ্য, ২০২৩ সালেও একই বখাটেরা স্কুল ছাত্রী মোহাম্মদ হোছাইন এর কন্যা তানজিনা আক্তার মনিকে অপহরণ করেছিল, তখন ছাত্রীর বাবা বদী হয়ে ওই বখাটেদের বিরুদ্ধে চট্টগ্রাম নারী শিশু কোর্টে মামলা করে। পুলিশ ভিকটিমসহ বখাটেদেরকে ঢাকা ধামরাইল, ইসলামপুর থেকে তাদের আটক করে। ওই মামলা থেকে জামিনে এসে দ্বিতীয় বার অপহরণের চেষ্টা চালায়। জসীম উদ্দীন বাঁশখালী প্রতিনিধি ০১৮৫০৬১৪১৭১