মোঃ কামাল উদ্দিন ক্রাইম রিপোর্টার:
এ যেন দেখার কেউ নেই , বেহাল অবস্থা ফতেপুর ইউনিয়নে ভূমিহীনদেরকে দেওয়া সরকারী অনুদানের ঘর , ফতেপুর ইউনিয়নে ভূমিহীনদেরকে সরকারের উপুহার দেওয়া ঘরগুলি ভূমিহীনরা পাওয়ার পর আনন্দের আর সীমা নাই । কিন্তু নিম্নমানের ইট,বালু সিমেন্ট ও রড দিয়ে কাজ করার কারণে কিছুদিন পর , গত ১১ জুন মাসে রাত আনুমানিক ২ টার সময় ঘূর্ণিঝড়ের আঘাতে বেশ কয়েকটি ঘরের টিনের চাল ও সিমেন্টের পিলার ও বিদ্যুতের মিটারসহ ভেঙ্গে যায় ও ঘরের টিনগুলি ও বিদ্যুতের মিটার ঘূর্ণিঝড়ে উড়ে যায়, এই ঘটনার পর স্থানীয় ফতেপুর ইউনিয়ন চেয়ারম্যান এসে ফতেপুর গুচ্ছ গ্ৰাম ঘটনাস্থলে আশ্বাস দিয়েছিল অতি শীগ্রই সংস্কার করা হবে কিন্তু সেই আশ্বাস শুধু আশ্বাসেই রয়ে যায় , ঘরগুলি সংস্কার করার কাজ এখনো পর্যন্ত শুরু হয়নি। বর্তমানে ভুক্তভোগীরা বর্তমান অন্তরকালীন সরকারের প্রদান উপদেষ্টা ড.ইউনুস এর সহযোগিতা ও সুদৃষ্টি কামনা করছেন, অতি শীগ্রই যেন তাদের ঘরগুলি সংস্কার করে সুস্থ ও স্বাভাবিকভাবে বসবাস করার সুব্যবস্থা করে দেয়ার জন্য বিনীত আহ্বান জানিয়েছেন ভূমিহীনরা। এ বিষয়ে জানতে চাইলে ফতেপুর ইউনিয়ন চেয়ারম্যান সামিউল হায়দার সফি বলেছেন আমি মদন উপজেলা ইওনো সাহেব কে বিষয় টা জানিয়েছি অতি শীগ্রই ফতেপুর গুচ্ছের ঘরগুলি সংস্কার করার জন্য ব্যবস্থা নিবে বলেছেন এবিষয়ে জানতে মদন উপজেলা প্রশাসনের ইওনো কে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।