1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শনিবার, ১০ মে ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
পিএইচডি ডিগ্রি অর্জন ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আরিফুর রহমান  রংপুরের  মীরবাগে মানসিক রোগীদের স্বাস্থ’্য বিষয়ক ক্যাম্পের আয়োজন করা হয়েছে, সেনাবাহিনীর সহায়তায় দীর্ঘ ২ বছর পর ঘরে ফিরল ১পরিবারের ৫সদস্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থানচি কতৃক পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত  ম্যালেরিয়া নিয়ন্ত্রণে প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা  থানচিতে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  বালু নিলাম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি। বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প পুনরুদ্ধারে কালীগঞ্জে প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন ইউএনও তনিমা আফ্রাদ কালীগঞ্জে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১১ লাখ টাকার চেক ও ৫ লক্ষ্য টাকার সঞ্চয়পত্র বিতরণ চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দাবিতে মদন উপজেলা প্রশাসনের প্রতি বিনীত আহ্বান , যুব অধিকার পরিষদ এর সভাপতি মোঃ কামাল উদ্দিন

মামলার হাজিরা দিতে এসে আরেকটি মিথ্যা মামলায় আসামি, সংবাদ সম্মেলনে শাহাজাহান।

স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।

পটুয়াখালীতে স্ত্রীর দেয়া মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শাহজাহান হোসেন নামের নামের এক ব্যাক্তি। শাহাজাহান দশমিনা উপজেলার চরবোরহান ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত মজিদ হাওলাদারের ছেলে।বুধবার সকাল সাড়ে ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে শাহজাহান জানান, গত ২০১১ সালের ০৭ নভেম্বর পারিবারিকভাবে মোসা: নাসরিন জাহানকে বিবাহ করেন তিনি। পরে পারিবারিক কলহ বিবাদের জেরে চলতি বছরের ২০ মার্চ বিবাহ বিচ্ছেদ হয় তাদের। বিবাহ বিচ্ছেদের পরে চলতি বছরের গত ১২ মে নাসরিন একটি যৌতুক মামলা করেন তার স্বামী শাহজাহানের বিরুদ্ধে। স্ত্রী নাসরিনের দেয়া মামলার হাজিরা দিতে গত ১৮ সেপ্টেম্বর গ্রীনলাইন পরিবহনে পটুয়াখালী আসেন ১৯ সেপ্টেম্বর সকাল ৫.২০ মিনিটের সময় পৌর শহরের হোটেল পার্কের ভলিউম খাতায় নাম লিপিবদ্ধ করেন এবং হোটেল রুম নং-৪০৯ এ অবস্থান করেন। পরে বের হয়ে পৌনে দশটার সময় কোর্টে হাজির হয়ে মামলার হাজিরার কার্যক্রম শেষে বিকেল আনুমানিক সাড়ে চারটার সময় পুনরায় হোটেল পার্কে অবস্থান করেন। এরপর সেখান থেকে কোথাও বের হননি যাহা হোটেল পার্কের সিসি ক্যামেরায় প্রমান পাওয়া যাবে। ঐদিন ১৯’ সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টার সময় এবং স্থান বাউফলের কালাইয়া নাসরিনের বসতঘর উল্লেখ করে গত ২৩’ সেপ্টেম্বর আরও একটি মামলা দায়ের করেন তার স্ত্রী নাসরিন। যেখানে উল্লেখ করা শাহজাহান তার ভাইদের নিয়ে বাউফল উপজেলার কালাইয়া গ্রামে তার প্রাক্তন স্ত্রীকে মারধর করেন। এঘটনায় শাহজাহানসহ মোট ৫ জনকে আসামী করা হয়। মামলা নং-৫৬০/৪০. ভুক্তভোগী শাহজাহানের দাবি তালাকপ্রাপ্ত স্ত্রী আর তিনি আলাদা আলাদা স্থানে ছিলেন তাই স্পষ্ট করে বলেন মামলাটি একটি বানোয়াট মিথ্যা। ঘটনা প্রমান করতে হোটেল কর্তৃপক্ষের কাছে ভুক্তভোগী শাহাজাহান সিসি ফুটেজ দাবি করলে তালবাহানা করেন এই ষড়যন্ত্র মুলক মামলার বাদীর সাথে হোটেল কর্তৃপক্ষের যোগাযোগ থাকতে পারে বলে জানান। বিষয়টি আইনগতভাবে তদন্ত করার জন্য জোর আবেদন করেন।সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বাউফলের কালাইয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফয়সাল আহমেদ মনির মোল্লা  একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সে ভয়ংকর, কুখ্যাত ডাকাত, সন্ত্রাসী ও ভূমিদস্যু তার সাথে মিলে নাসরিন জাহান রেকর্ডীয় জমিতে সাইনবোর্ড দিয়ে দখল ও মিথ্যা বানোয়াট সংবাদ সম্মেলন করায়। এপর্যন্ত মিথ্যা মামলা দেয়া হয়রানি করা আমার (শাহাজাহান) পরিবারদের হুমকি দেয়া ও মেরে ফেলার সকল কিছুর নেপথ্যে সাবেক চেয়ারম্যান ফয়সাল আহমেদ মনির মোল্লা রয়েছেন। মিথ্যা মামলা থেকে অবহিত ও তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আইন আদালতের কাছে দাবি জানান। সেই সাথে শাহাজাহান হোসেন এর পরিবারের নিরাপত্তার জন্য প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের প্রতি জোর অনুরোধ করেন। এ বিষয়ে নাসরিন জাহান বলেন, আমাদের কোন ডিভোর্স হয়নি আমি মামলা করেছি এটা সত্য কারন আমার দুটো সন্তান আছে পুনরায় সংসার ফেরত পাওয়ার জন্য মামলা করেছি। কি জন্য মামলা করলেন জাবাবে নাসরিন বলেন, ৮’ম শ্রেণিতে লেখাপড়া অবস্থায় বিয়ে হয়েছে। বিয়ের পর এপর্যন্ত ১৪ বচর চলে এরমধ্যে আমার জীবনে সুখ আসেনি প্রায় সময় মারধর নির্যাতন সহ্য করেছি সহ্য করতে না পেরে মামলা করেছি। তিনিও বিচার চান বলে জানান। এদিকে সাবেক চেয়ারম্যান ফয়সাল আহমেদ মনির মোল্লার সাথে ও যোগাযোগ করার চেষ্টা করলে তার ব্যাবহৃত মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যায়। মামলাটি তদন্তের জন্য কালাইয়া ইউনিয়নের চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন আদালত। এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফিরোজ বলেন, আদালতের নির্দেশের কোন কপি আমাদের পরিষদে আসেনি। কপি পেলে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com