আমানউল্লাহ আনোয়ার কক্সবাজার
জেলা প্রশাসকের গাড়ির সাথে সংঘর্ষে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী শিশু নিহত হয়েছেন। আহত হয়েছে শিশুটির মা এবং মোটরসাইকেল চালক। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর? সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাইম্ম্যারঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানাযায়, নিহত শিশু মোহাম্মদ তানজিম (২) রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সাদেরপাড়ার বাসিন্দা মোহাম্মদ শাহীনের ছেলে। দুর্ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা রুবিনা আক্তার (৩২) ও মোটরসাইকেল চালক। কক্সবাজার জেলা প্রশাসক সালাহউদ্দিন সাংবাদিকদের বলেন, সকালে প্রশাসনিক কাজে গাড়ি নিয়ে উখিয়া যাচ্ছিলাম। আমাদের গাড়ি কাইম্ম্যারঘোনা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগলে এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে পথচারী মা ও শিশুর উপর ছিটকে পড়ে। এতে মা ও শিশু গুরুতর আহত হন। তিনি আরও বলেন, গাড়ি থেকে নেমে সঙ্গে থাকা লোকজনের সহায়তায় আহতদের দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা মো. আশিকুর রহমান সাংবাদিকদের জানান, শিশুটির মায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুর মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। জেলা প্রশাসক বলেন, শিশুর মাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। সেখানে দেখভালের জন্য জেল প্রশাসনের লোকজন পাঠিয়েছেন। এছাড়াও শিশুটির বাবাকে খুঁজে বের করা হয়েছে বলেও জানান তিনি। তাৎক্ষণিকভাবে চিকিৎসাসহ অন্যান্য সহায়তাও নগত অর্থ প্রদান করা হয়েছে এবং শেষপর্যন্ত সব ধরনের সহযোগিতা করার কথাও বলেন।