এম,দিদারুল আলম রাউজান
হলদিয়া কারিগর বাড়িতে মাওলানা জিলহজ্জ উদ্দীন আত্তারির বড় ছেলে মঈনুদ্দীন আহমদ (খুছরু) (৯) আজ সকাল ১১ টার সময় পুকুরে ডুবে মারা গেছে।
যানা যায় গত কাল নিহত শিশুর পিতা মাওলানা জিলহজ্জ উদ্দীন আত্তারি নিজ ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সঃ)উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করেন এতে আত্বীয় স্বজন এসেছিল আজ সকালে ১১ টার সময় মেহমানের ছেলে মামাতো ভাই (সম্পর্ক) এর সাথে খেলতে গিয়ে বাড়ি থেকে অনেক দুরে চলে যায়, সেখানে একসময় পুকুরে পড়ে গেলে মামাতো ভাই তার সমবয়সী হওয়ায় উঠাতে চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়, সে দৌড়ে এসে তার মাকে যানালে তারা তাৎক্ষণিক গিয়ে উদ্ধার করে প্রথমে গহিরা জে কে মেডিকেল, পরে বেলা ২ ঘটিকায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়ানেমে আসে। তারা দুই ভাইয়ের মধ্যে মঈনুদ্দীন আহমদ (খুছরু) ছিল সবার বড়।