1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
উখিয়ায় বেশি দামে গ্যাস বিক্রি: দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা রাত্রিকালে অভিযানে মোবাইল চোর চক্রের সদস্য গ্রেফতার, মোবাইল উদ্ধার বরিশাল জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের উদ্যোগে বিজয়নগর থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার, ১ মাদক কারবারী গ্রেফতার। 🔴 নিখোঁজ সংবাদ / সাহায্যের আবেদন 🔴 লামায় দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তানোরে আনসার প্লাটুন কমান্ডার এর নিজস্ব অর্থায়নে অসহায় প্রতিবন্ধীদের মাঋে শীতবস্ত্র বিতরণ উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক উপজেলা কর্মচারী ক্লাবের নির্বাচন সম্পন্ন চকরিয়ায় মোটর চুরি নিয়ে সংঘর্ষ: এক ব্যক্তির বৃদ্ধাঙ্গুলি বিচ্ছিন্ন, সাবেক চেয়ারম্যান আটক

ভাঙ্গায় লালন আনন্দধামের জিনিসপত্র ভাঙচুর করেছে দুর্বৃত্তরা

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২৮১ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কাউলীবেড়া ইউনিয়নের মোটরা গ্রামে লাালন আনন্দধামের কিছু জিনিসপত্র ভাংচুরের পর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এমন ঘটনাটি ঘটে রবিবার মধ্যরাতে। এলাকাবাসীর সূত্রে জানা যায়, পহেলা জানুয়ারি ২০১৩ সালে প্রতিষ্ঠা করেন কবি জাহিদ হাসান ওরফে ক্ষ্যাপা জাহিদ। প্রতিষ্ঠাতা সভাপতি বাবু দীনেশচন্দ্র রায়। জাহিদ হাসান সদরপুর কলেজের বাংলা বিভাগের সরকারি অধ্যাপক। তার স্ত্রী ঢাকায় চাকুরি করেন। তিনি প্রতিষ্ঠিত এই লালন আনন্দধামেই বসবাস করেন। ওই রাতেও তিনি ওখানে ছিলেন। এখানে তিনি লালন শাহ,র ভক্ত বৃন্দদের নিয়ে ওই কালচারেই মাঝেমধ্যে মধ্যরাত পর্যন্ত গান-বাজনা সহ সাংস্কৃতিক চর্চা করেন। মাঝেমধ্যে সামাজিক কার্যকলাপেও ভূমিকা রাখেন। নাম প্রকাশেঅনিচ্ছুক এলাকার একাধিক বয়স্ক মুরব্বিরা জানান, এই লালন আনন্দধামে ভালোর পাশাপাশি মন্দের ভাগ বেশি হচ্ছিল। এখানে অনেক রাত পর্যন্ত গানের পাশাপাশি মদ গাজার আড্ডা হয়। নারী নিয়েও আড্ডা চলে। এতে এলাকার উঠতি বয়সের ছেলেরা নেশায় আসক্ত হয়ে পড়ছে। এতে এলাকাবাসী চরম নাখোশ। তারপরেও দুর্বৃত্তদের হামলার বিষয়টি তারা সাপোর্ট করেন না। লালন আনন্দধামের আসরে শিক্ষার্থীদের পড়ালেখায় চরম বিঘ্ন ঘটে বলে জানান তারা। এদিকে স্থানীয় বাসিন্দা আসাদুজ্জামান বলেন, লালন আনন্দ ধামের পাশেই আমার বাড়ি তাদের কিছু যন্ত্রপাতি ভাঙচুর করছে বলে আমরা আজকে শুনেছি এর নিন্দা জানাই। তবে তিনি আরো জানান, এখানে শিক্ষিত লোকরা এসে নারী নিয়ে রাতভর গাজার আসর বসায়। এখানে শুধু গাজার আড্ডা। স্থানীয় ছেলেপেলেরা নষ্ট হয়ে যাচ্ছে এরা একমাত্র নেশায় আসক্ত হচ্ছে। এ বিষয়ে লালন আনন্দধামের প্রতিষ্ঠাতা কবি জাহিদ হাসান বলেন, (রবিবার) রাতে একদল দুর্বৃত্ত বাউন্ডারি ওয়াল টপকে ভিতর ঢুকে অনেক বইপুস্তক,একটি গিটার,একটি দোতরা,একটি একতারা,একটি খমক ভেঙ্গে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়,সেই সাথে একটি হারমনিয়াম ভাংচুর করে পালিয়ে যায়। এবিষয়ে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জকে অবহিত করা হলে ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্হা নেওয়ার আশ্বাস দেন। এবিষয়ে জাহিদ হাসান ভাংগা থানায় একটু অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় ভাংগা থানার অফিসার ইনচার্জ মোকছেদুর রহমান জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি অলরেডি তদন্ত শুরু করে দিয়েছি। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক জাহাঙ্গীর আলম-উখিয়া কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজার এলাকায় অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)। রোববার (১১ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৫৫ মিনিটে টেকনাফ–কক্সবাজার মহাসড়কের কোর্টবাজার আলিমুড়া এলাকায় অবস্থিত ৮ এপিবিএনের অস্থায়ী কার্যালয়ের সামনে স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। ৮ এপিবিএন সূত্র জানায়, এসআই (নি:) মোঃ নুর নবীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়মিত চেকপোস্ট কার্যক্রম পরিচালনার সময় সন্দেহজনক চলাফেরার কারণে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। পরে আশপাশ থেকে আগত সাক্ষীদের উপস্থিতিতে তাকে তল্লাশি করা হলে তার হাতে থাকা একটি শপিং ব্যাগের ভেতরে কালো রঙের পলিথিন থেকে ১৮টি লকযুক্ত এয়ারটাইট সাদা পলি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের ভেতর থেকে মোট ৯০০ পিস অ্যামফিটামিন জাতীয় ইয়াবা সদৃশ ট্যাবলেট পাওয়া যায়। আটক যুবকের নাম মোঃ আবদুল্লাহ প্রঃ মোঃ ওসমান (১৯)। তিনি বালুখালী-১ রোহিঙ্গা ক্যাম্পের ৯ নম্বর ক্যাম্পের ডি/১ ব্লকের বাসিন্দা। তার এফসিএন নম্বর ১১০১৫৬। তার পিতার নাম মৃত ইলিয়াস এবং মাতার নাম হালিমা খাতুন বেগম। উদ্ধারকৃত ইয়াবা সদৃশ ট্যাবলেটগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরবর্তীতে আটক আসামি ও জব্দকৃত আলামত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে ৮ এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়, মাদক পাচার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

© www.dainikonlinetalaashporbo21.com