মোঃ মুন্না আনোয়ারা
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন দরবারে
আগামী ১০শে অক্টোবর (বৃহস্পতিবার) ২০২৪ ইং পবিত্র ঈদে মিলাদুন্নবী(সা:) ও ওষখাইন দরবারের সিংহ পুরুষ ১৮ শতকের মহাকবি চার ত্বরিকার গুরু পাঁচ ত্বরিকার পীর শাহ আলী রজা( প্রকাশ কানু শাহ রহ)'র ১ম পুত্র শাহ আমিনুল্লাহ( রহ)'র বংশধর আধ্যাত্মিক জ্ঞানসাধক গাউছে মোখ্তার সাত ফিস্তানীর ফকির হযরত ছৈয়দ শাহ্ ছুফী রশিদ আহাম্মদ কেবলা (রাঃ)র বার্ষিক ওরশ মোবারক ও ফাতেহা শরীফ
প্রতি বছরের ন্যায় আনোয়ারা থানার অন্তর্গত শাহ রশিদ আহাম্মদ কেবলা(রহ)'র স্থলাভিষিক্ত গদিনশীন প্রিয় পুত্র বারখাইন গ্রামের আধ্যাত্মিক জ্ঞানসাধক হযরত জমির উল্লাহ্ চিশতী(রাঃ) এর মাজার শরীফে অনুষ্ঠিত হইবে।
উক্ত ওরশ শরীফ ও ফাতেহা শরীফের কর্মসূচিতে পালিত হবে, যোহরের নামাজের শেষে -খতমে কুরআন, আছরের নামাজের শেষে-খতমে জালালী, মাগরিবের নামাজের শেষে -খতমে গাউছিয়া শরীফ, মিলাদ, কেয়াম শেষে আখেরি মোনাজাত পরিচালনা করিবেন স্থলাভিষিক্ত গদিনশীন খাকছার মৌলভী হযরত মুহাম্মদ সিরাজ উল্লাহ চিশতী।
এতে বহু ওলামায়ে কেরামগন উপস্থিত থাকিবেন,সেই সাথে আশেকান ও ভক্তবৃন্দরা উপস্থিত হয়ে আল্লাহ তা'আলা রেজামন্দি ও রাসুলুল্লাহ (সাঃ) মহাব্বত ও আল্লাহর মহান অলিদের রুহানি ফয়েজিয়ত হাছিল করুন।
আয়োজনে:
মর্তুজীয়া চিশতীয়া রশীদিয়া জমিরীয়া ত্বরিকার দরবার কমিটি,মধ্যম বারখাইন,আনোয়ারা,চট্টগ্রাম।