ডেস্ক রিপোর্ট
১৫ শ ফুট রাস্তায় ৪ কোটি ৬১লাখ টাকা বরাদ্দের উন্নয়ন কাজে লাখ টাকাতে শেষ বালুর বদল মাটি কংকর এর বদলে জ্বালাই ইটের কণা
চট্টগ্রাম পাহাড়তলী সাগরিকা স্টেডিয়ামের বাম পাশে জেলেপাড়া রোড নুরজাহান তেল ফ্যাক্টরির সামনে উন্নয়ন কাজের নামে দুর্নীতি কোটি টাকার বরাদ্দের কাজে লাখ টাকাতে শেষ।
ঢালাই কাজে ব্যবহার করতেছে কর্ণফুলী নদীর দুই নাম্বার বালু। সিসি ঢালাইতে দেওয়ার কথা কংকর চুক্তিপত্র থাকলেও দিচ্ছে জ্বালায় ইটের কংকর
তিন বছর যাবতে উন্নয়ন কাজ শুরু করলো শেষ হয় নাই এক যুগে। ৪ কোটি ৬১ লাখ টাকার কাজের মধ্যে শ্রমিক ও লেবার ব্যবহার হচ্ছে দৈনিক ৪থেকে ৫জন।
সব কন্টাক্টেরের সাথে অনলাইন তালাশ মোবাইল ফোনে জানতে চাইলে সেনাবাহিনীর কাজ বলে পরিচয় দিয়ে আসতেছে টেন্ডার নেওয়া কন্ট্রাক্টরের দেখা মিলছে না দুই তিন বছর যাবত ।
উন্নয়নের কাজের নামে আওয়ামী লীগ সরকারের আমলের যেই দুর্নীতি ছিল এর চাইতে দুই গুণ বাড়তি দুর্নীতি চলতেছে বর্তমানে সরকারের আমলে ।
অনলাইন তালাশ সরজমিনে গিয়ে দেখতেছে দেখার কেউ নাই কোন প্রশাসন নাই কোন ম্যাজিস্ট্রেট নাই জরিমানা করার জন্য অনিয়ম-দূর্নীতি ধরার জন্য।
টেন্ডার নেওয়ার ঠিকাদারের নাম ও মোবাইল নম্বর সংগ্রহ করতে গেলে দেখা যায় সাইনবোর্ডের মধ্যে একটি ঠিকাদারের নাম, আমিন গ্রুপ নামের টিকাদার
সাইনবোর্ডে লেখা আছে সামরিক উন্নয়ন কাজের জন্য রোড বন্ধ ।