অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে।
হাজারো শহীদের রক্তের বিনিময়ে ২০২৪ এর স্বৈরাচার হাসিনা সরকারের পতন হয়েছে কিন্তু এখনো কিছু কিছু স্থানে হয়নি রাস্তা নির্মাণে কাজের অনিয়মের ঠিকাদারি কন্টাক্টার,
এ যেন নতুন স্বাধীনতা পেয়েছে মেসার্স আমিন ইন্টারন্যাশনালর ঠিকাদারি প্রতিষ্ঠান,
গত ৫ আগস্ট হাজারো শহীদের রক্তের বিনিময়ে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে হয়েছেন রদবদল , ঠিক তেমনি রাস্তা নির্মাণে কাজের অনিয়মের ঠিকাদারি কন্টাক্টার এ রদবদল হয়েছে , ৫ ই আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও পুলিশ প্রশাসনের নীরব ভূমিকার কারণে কিছু স্থানে হয়নি রাস্তা নির্মাণে কাজের অনিয়মের ঠিকাদারি কন্টাক্টার বেপরোয়া হয়েছে
এলাকার জনগণ ও দোকানদাররা বলেছেন নতুন স্বাধীনতা পেয়েছে ঠিকাদারি কন্টাক্টার , অতি শীগ্রই প্রধান উপদেষ্টা ও ঊর্ধ্বতম প্রশাসনিক সুদৃষ্টি কামনা করেছেন এলাকার জনগণ ও দোকানদার ব্যবসায়ীরা।
নির্মাণ কাজে অত্যন্ত নিম্নমানের নাম্বারবিহীন ইট ও মাটিযুক্ত বালু ব্যবহার করা হচ্ছে। এই রাস্তার কাজ তদারকীতে বদনাম মেসার্স আমিন ইন্টারন্যাশনালর কর্মকর্তাদের গাফলতি আছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা গণমাধ্যম কর্মীদের কাছে ।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের
১৮/০৩/২০২৪
৩০/১২/২০২৪ অর্থ বছরে প্রকল্পে কার্পেটিং কাজের অনুকুলে ০৪ কোটি ৬১ লক্ষ অধিক টাকা বরাদ্ধ দেওয়া হয়। চট্টগ্রাম পাহাড়তলী সাগরিকা স্টেডিয়ামের বাম পাশে জেলেপাড়া ভেজিটেবল রোডে সামনে সড়ক থেকে রাস্তার ৮০০ কিলোমিটার নির্মাণ কাজের এই অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে এই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ প্রকল্পের নির্মানকারী প্রতিষ্ঠান অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাস্তার দুই পাশের কাটা মাটির মিশ্রিত বালি দিয়ে বক্স না করেই নিম্নমানের ইট খোয়াসহ ও বালুর বদল মাটি কংকর এর বদলে জ্বালাই ইটের কণা নির্মাণ সামগ্রী ব্যবহার করছে রাস্তায়।
এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধির অনিয়মের অভিযোগ করেছে গণমাধ্যমের কাছে তারা জানাই কাজ বন্ধ রাখার অনুরোধ করা হলেও এখনো অনিয়মের মাধ্যমে কাজ দিয়েই উক্ত কাজ সমাপ্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আমিন ইন্টারন্যাশনালর কর্মচারী কাজ নেওয়া সাব কন্টাক্টে ঠিকাদার কর্মচারীরা মো: রাজু
স্থানীয়দের অভিযোগ, চট্টগ্রাম পাহাড়তলী সাগরিকা জেলেপাড়া রাসেল ভেজিটেবল রোড উন্নয়নমূলক কাজের জন্য সরকার বছরের পর বছর কোটি কোটি টাকা বরাদ্ধ দিলেও সংশ্লিষ্টদের অনিয়ম ও দুর্নীতির কারণে কাজের কাজ কিছুই হচ্ছে না। এ রাস্তায় নিম্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের ফলে কিছু দিনের মধ্যেই রাস্তাটি ভেঙ্গে জলে যাচ্ছে সরকারি টাকা। কয়েক মাস যেতে না যেতেই ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে এসব সড়ক। ফলে সরকারি বরাদ্ধে অবমূল্যায়নের ফলে দুর্ভোগের শিকার হতে হয় এলাকাবাসীদের।
সরেজমিন চট্টগ্রাম পাহাড়তলী সাগরিকা জেলেপাড়া রাসেল ভেজিটেবল রোডে সামনে সড়ক থেকে থেকে প্রায় ১থেকে ২-৩ কিলোমিটার সড়ক ঘুরে দেখা যায়, সড়কের কাজে ব্যাপক অনিয়ম-দুর্নীতি করা হচ্ছে। বালুর পরিবর্তে কাদামাটি দিয়ে তার উপর নিম্নমানের পুরানো ইটের খোয়া ছিটিয়ে দেওয়া হচ্ছে। নিম্নমানের ইটের ভাঙা অংশ (রাবিশ) দিয়ে কাজ করে যাচ্ছে। পুরানো সড়কের পিচ না উঠিয়ে তার উপরই নতুন কাজ করা হচ্ছে। এতে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে। রাস্তার কাজে স্থানীয় মেসার্স আমিন ইন্টারন্যাশনালর কাউকে এসে তদারকি করতে দেখা যায়নি। এমনকি ইটে পা দিয়ে চাপ দিলে তা ভেঙে যাচ্ছে।
এ বিষয়ে স্থানীয় ১/অপু বাবু ২/বিপ্লব বাবু বলেন,
৩/ আসুস তুসকারণ অপু, বাজার সভাপতি বলেন
সড়কের কাজের ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হচ্ছে। সাব কন্টাক্টার দেয়া ঠিাকাদারকে টেন্ডারের চুক্তি অনুযায়ী কাজ করার কথা বললেও কোন তোয়াক্কা না করে অনুমোদন বিহীন নিম্নমানের বালি ও কংক্রিট দিয়ে কাজ সম্পূর্ণ করার পায়তারা চালিয়ে যাচ্ছে ঠিকাদার। চট্টগ্রাম সিটি কর্পোরেশন অর্থায়নে অনেকগুলো প্রকল্পের কাজে সাব কন্টাক্টে নিয়ে প্রভাব খাটিয়ে যেন তেন ভাবে উঠিয়ে নিচ্ছেন।
অভিযুক্ত ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আমিন ইন্টারন্যাশনাল কে গণমাধ্যম কর্মীরা মোবাইলে যোগাযোগ করলে মো. রাজু কাজের অনিয়মের বিষয় অস্বীকার করে অভিযোগের তোয়াক্কা না করে বলেন, আসেন বসেন বসে চা খাই
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বক্তব্য
একাধিকবার কল দিল যোগাযোগ মিলেনি
(২)দ্বিতীয় পর্বে দেখতে চোখ রাখুন আমাদের সাথে ও বিভিন্ন জাতীয় পত্রিকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন সরাসরি বক্তব্য নেয়ার পর
ঠিকাদারী প্রতিষ্ঠান
মেসার্স আমিন ইন্টারন্যাশনাল
ঠিকাদারী প্রতিষ্ঠান রাস্তা নির্মাণে অনিয়মের।