দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক ইসলামী সংগঠন সাতকানিয়া উপজেলা জনার কেওচিয়া ইসলামি সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মোঃ শহিদুল ইসলাম শহীদঃ
দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক ইসলামী সংগঠন সাতকানিয়া উপজেলা জনার কেওচিয়া ইসলামি সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ই অক্টোবর ২০২৪ জুমাবার বাদে আসর
জনার কেওচিয়া ইসলামি সমাজ কল্যাণ পরিষদ কার্যালয় সংলগ্ন জনার কেওচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এতে মোঃ দেলোয়ার হোসেনের সার্বিক উপস্থাপনায় সভাপতিত্ব করেন উপরোক্ত পরিষদের প্রিয় মুখ সভাপতি দিদারুল ইসলাম দিদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মোজাফফর আহমদ সাহেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের প্রতিষ্টাতা সভাপতি শেখ ফরিদ উদ্দিন আকতার কামাল।প্রফেসর আবদুল গনি।সাবেক সাধারণ সম্পাদক মাষ্টার জসিম উদ্দীন।বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জামাল উদ্দিন।মাহদুল হক,মাওলানা মোঃ ইউসুফ।কেরানিহাট প্রগতিশীল ব্যবসায়ী সমিতির সভাপতি মাষ্টার জয়নাল আবেদিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন- ইসলামি সমাজ কল্যাণ পরিষদের অতিথের ঐতিহ্য ফিরে এনে দলমত ভুলে গিয়ে শান্তি সম্প্রীতি ইসলামী সমাজ বিনির্মাণে সকলের প্রতি আহ্বান জানানো হয়
বিগত সময়ে কার্যক্রম বন্ধ থাকার জন্য দু:খ প্রকাশ এবং এই উপযুক্ত সময়কে কাজে লাগানোর বিষয়ে গুরুত্বআরোপ করে পরিষদের সিনিয়র সভাপতি ও প্রতিবাদী কন্ঠস্বর মাওলানা এ টি এম নোমান বার্ষিক কর্মপরিকল্পনা প্রনয়ণ করেন।