*ক্রাইম রিপোর্টার* ছৈয়দুল করিম খান
চট্টগ্রাম বায়েজিদে সরকার যেই আসুক না কেন যতই সরকারি বন্ধ নীতিমালা থাক না কেন গার্মেন্টস প্রতিষ্ঠান টেক্স মোড ইনটিমেটস্ (বি ডি এল গ্রুপ) প্রতিষ্ঠান খোলা থাকবে,
হাজারো শহীদের রক্তের বিনিময়ে ২০২৪ এর স্বৈরাচার হাসিনা সরকারের পতন হয়েছে কিন্তু এখনো কিছু কিছু স্থানে হয়নি প্রভাবশালী গার্মেন্টস প্রতিষ্ঠান পতন , এ যেন নতুন স্বাধীনতা টেক্স মোড ইনটিমেটস্ (বি ডি এল গ্রুপ) গার্মেন্টস প্রতিষ্ঠান্টি।
গত ৫ আগস্ট হাজারো শহীদের রক্তের বিনিময়ে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে হয়েছেন রদবদল , ঠিক তেমনটা হয়নি গার্মেন্টস প্রতিষ্ঠান রদবদল।
৫ ই আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ প্রশাসনের নীরব ভূমিকার কারণে বায়েজিদে বেপরোয়া হয়েছে প্রভাবশালী গার্মেন্টস প্রতিষ্ঠান , ফুটপাতে থাকা ভাসমান দোকানদার ও গার্মেন্টস কর্মী বলেছেন নতুন স্বাধীনতা পেয়েছে গার্মেন্টস প্রতিষ্ঠানরা , অতি শীগ্রই প্রধান উপদেষ্টা ও ঊর্ধ্বতম প্রশাসনিক সুদৃষ্টি কামনা করেছেন ফুটপাতে থাকা ভাসমান ব্যবসায়ীরা ও গার্মেন্টস কর্মী ও সাধারণ জনগণরা ।
*বিষয় নিয়ে সরাসরি গণমাধ্যম কর্মীরা সারাজমিনে
১৩ই অক্টোবর ২০২৪, সকাল ১২ টার দিকে সরে জমিনে দেখতে পাই টেক্স মোড ইনটিমেটস্ (বি ডি এল গ্রুপ) প্রতিষ্ঠানটি খোলা রয়েছে, গোপন ক্যামেরায় ভিডিওতে ধারণ করে তাদের দুই তালা ও তিনতলায় কাজ চলমান,
এ বিষয় নিয়ে অফিস কর্তৃপক্ষ ম্যানেজমেন্ট সবার সাথে আলাপ করলে সবাই বলে আমাদের ভুল হয়েছে সরকারি আইন কে আমরা অমান্য করেছি,যারা হিন্দু ধর্মের লোক ছিল সবাইকে ছুটি দিয়ে দিয়েছি, সাংবাদিকদের উপরে উঠতে চাইলে তাদেরকে একাধিকবার বাধা দেই, অবশেষে শিল্প পুলিশকে কল দিব বললে তারা তাড়াহুড়া করে সাংবাদিক কে উপরে নিয়ে যাই,
করে নিয়ে যায় আজকে আমাদের আজকে আমাদের জরুরি একটা শীপ ম্যান ছিল তাই খোলা রেখেছি,
এজিএম ফারুকের সাথে কথা বললে তিনি স্বীকার করেন বিষয়টি সত্য আমাদের ভুল হয়েছে আজকে খোলা রেখেছে আমাদের একটা জরুরী শিপমেন্ট ছিল তাই খোলা রেখেছে।সরকারকে বৃদ্ধা আঙ্গুল দেখাচ্ছেন এ বিষয় নিয়ে প্রশ্ন করলে তিনি সৎ উত্তর দিতে পারেননি।
এ বিষয় নিয়ে এমডির বক্তব্য পাওয়া যায়নি বিভিন্নভাবে যোগাযোগ করতে চাইলেও যোগাযোগ মেলেনি তারা বলেন কালকে এসে বক্তব্য নিয়েন।!
এ বিষয় নিয়ে কয়েকজন কর্মীর সাথে আলাপ করলে তারা জানায় এখানে আমাদের দুইজন হিন্দু ধর্মের লোক রয়েছে!
তাদেরকেও ছুটি দেওয়া হয় নাই, এবং কি তারা আমাদের সরকারি ছুটিতে কাজ করায় মাস শেষে ওই সরকারের ছুটির সময় যে কাজটা করে ওই টাকা গুলা বেতন দেখার সাথে টাকাটার সাথে দেয় না, আমাদের এখানে শিশু শ্রম রয়েছে, এবং কি ঠিক মতন বেতনও দেয় না,
সরজমিনে দেখা যায় যে চাকরির জন্য সি.ভি জমা দিল শত শত সি.ভি ফেলে রেখেছে ডাস্টবিনে, ডাস্টবিনের খতিয়ে দেখলে দেখা যায় যে একটি অরজিনাল( ৮)অষ্টম শ্রেণীর সার্টিফিকেট ডাস্টবিনে পড়ে রয়েছে, এর বাইরে শত শত না দিলেও চাকরি হয়নি অনেক মেধাবী ছাত্র-ছাত্রীদের।
**শিল্প পুলিশ **
এ বিষয় নিয়ে শিল্প পুলিশ এ.এস.আই টিপু বলেন শিল্প পুলিশ :- গার্মেন্সে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা র রক্ষায় আমরা কাজ করি থাকি।
এই বিষয় নিয়ে আশেপাশে তিন-চারটা গার্মেন্টসের মালিকের সাথে যোগাযোগ করলে তারা জানায় আমরা গার্মেন্টস বন্ধ রেখেছি , কিন্তুক আমাদের শিপমেন্ট থাকলেও আমরা বন্ধ রাখি,সরকারকে ও সরকারের নীতিমালা অনুযায়ী বন্ধ রেখেছি,
** সরজমিনে গিয়ে দেখি যে অন্যান্য গার্মেন্টস **
১/ কে.ডি.এস
২/ ফরেক্স,
3/আলামিন,
4/ জে.কে গার্মেন্টস চট্টগ্রামের সমস্ত গার্মেন্টস সবাই বন্ধ রেখেছে ।
#*বি.জি.এম.ই.এ= সারা বাংলাদেশের সংগঠন চট্টগ্রামে যোগাযোগ করলে তারা জানায়……..
**বি.জি.এম.ই.এ বোরহান **
এই বিষয় নিয়ে বি.জি.এম.ই.এ বোরহানের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে অনিয়মের বিষয়গুলো জানালেই তিনি বলেন এই সেক্টর গুলা মিডিয়া সেকশন নাজমুল সাহেব দেখে কার নাম্বারটি নেন,
**বি.জি.এম.ই. নাজমুল**
নাজমুল বি.জি.এম.ই. এ সাথে যোগাযোগ করলে তাকেও নিয়মের বিষয়গুলো বললে, তিনি জানান আমি এই বিষয় নিয়ে পরে কথা বলবো কুমিল্লায় আছি আপনি কি বলছেন সেগুলো আমি শুনছি না কালকে এসে দেখা করব।
*****************
**বি.জি.এম.ই.**মহা-সচিব মোঃ ফয়জুর রহমান ০৯/১০/২০২৪ নোটিশে অনুসারে লিখিত,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় হতে গত ০৮ অক্টোবর ২০২৪ তারিখ স্মারক নং- ০৫.০০.০০০০.১৭৩.০৮.০০৬.২৩-১৬৩ এর মাধ্যমে আসন্ন শ্রী শ্রী দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ১০ অক্টোবর ২০২৪ তারিখ (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে দেশব্যাপী সকল সরকারি, আধা- সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস সাধারণ ছুটি ঘোষনা করে প্রজ্ঞাপন জারী করা হয়েছে। উল্লেখ্য যে, উক্ত প্রজ্ঞাপনে শিল্প-কারখানার কথা বলা হয় নাই, সুতরাং কারখানার শ্রম-আইন প্রতিপালন করে তার নিজস্ব ছুটির ক্যালেন্ডার অনুযায়ী চলবে। এই বিশেষ ছুটি কারখানার জন্য প্রযোজ্য হবে না।
২। জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত উক্ত প্রজ্ঞাপনের কপি আপনার সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এতদ্বসঙ্গে প্রেরণ করা হলো।।।।
**কলকারখানার শ্রম পরিদর্শক**
কলকারখানার শ্রম পরিদর্শক লিপন আহমদকে অনিয়মের বিষয়গুলো বললে তিনি বলেন!
ধারা ১১৮(৩) অনুযায়ী মজুরীসহ ২ দিনের ক্ষতিপূরণ ছুটি ও একটি বিকল্প ছুটির মঞ্জুর করতে হবে।