চট্টগ্রাম প্রতিনিধি:
ইসলামিয়া ডিগ্রী কলেজের ছাত্র ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় সদস্য জাহেদ ইসলাম জিহান তাঁর পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলেছেন এবং চট্টগ্রামের সকল শিক্ষার্থীর কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। গত রবিবার (১৩ অক্টোবর) বিকালে ওই শিক্ষার্থী তার নিজ ফেসবুক একাউন্টে পোস্ট দিয়ে এক খোলা চিঠিতে তিনি তাঁর পরিবারের সম্পত্তি দখলের চক্রান্তের বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
খোলা চিঠি
প্রিয় চট্টগ্রামের সহপাঠীরা,
আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমি জাহেদ ইসলাম জিহান, ইসলামিয়া ডিগ্রী কলেজের একজন ছাত্র এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন যোদ্ধা। আমিও আপনাদের মতো রাজপথে থেকে সংগ্রাম করেছি। তবে আজ আমি একটি অত্যন্ত ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সহানুভূতি ও সহযোগিতা প্রার্থনা করছি।
আমার বাবা, মরহুম মোহাম্মদ জাহাঙ্গীর আলম খাঁন, মৃত্যুকালে আমাদের জন্য কিছু সম্পত্তি রেখে গিয়েছিলেন, যা আমার মা এবং আমি ওয়ারিশ হিসেবে পাওয়ার অধিকারী। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, আমার চাচা সেলিম খান, আলম খান ও হাবিব খান সেই সম্পত্তি থেকে আমাদের বঞ্চিত করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য দিয়ে কাগজপত্র তৈরি করে আমাদের প্রাপ্য সম্পত্তি নিজেদের দখলে নিয়েছেন। তারা আমাদের ওয়ারিশ হিসেবে স্বীকৃতি না দিয়ে এই অন্যায় করছেন, যা আইনের পরিপন্থী এবং আমাদের ন্যায্য অধিকার হরণ করার সমান।
এ অবস্থায় আমি, একজন ছাত্র হিসেবে, আপনাদের কাছে সাহায্যের জন্য হাত বাড়াচ্ছি। আমরা সবাই জানি যে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হলে ঐক্যবদ্ধ হওয়া জরুরি। আমরা ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়েছিলাম বলেই দেশের ইতিহাসে সবচেয়ে ভয়ংকর স্বৈরাচারী সরকারকে তাড়িয়ে আমরা বিজয় অর্জন করতে পেরেছিলাম। আমি চাই, চট্টগ্রামের শিক্ষার্থীরা এই অন্যায়ের বিরুদ্ধেও কথা বলুক, আমাদের পাশে এসে দাঁড়াক এবং আমাদের অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে সহযোগিতা করুক। কারণ আমরা যদি আমাদের অধিকার রক্ষা করতে না পারি, তাহলে এই সমাজে বৈষম্য ও অত্যাচার বাড়তেই থাকবে।
আপনাদের সকলের সমর্থন আমার জন্য খুবই মূল্যবান। আমি আশা করছি, আপনারা এই চিঠির মাধ্যমে আমার অবস্থান বুঝতে পারবেন এবং আমাদের এই সংগ্রামে পাশে এসে দাঁড়াবেন।
আমরা যদি একসঙ্গে থাকি, তাহলে অবশ্যই এই অন্যায়ের বিরুদ্ধে জয়ী হতে পারব।
ধন্যবাদান্তে,
জাহেদ ইসলাম জিহাদ
শিক্ষার্থী, ইসলামিয়া ডিগ্রী কলেজ