1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সর্বশেষ :
বরিশাল জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের উদ্যোগে বিজয়নগর থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার, ১ মাদক কারবারী গ্রেফতার। 🔴 নিখোঁজ সংবাদ / সাহায্যের আবেদন 🔴 লামায় দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তানোরে আনসার প্লাটুন কমান্ডার এর নিজস্ব অর্থায়নে অসহায় প্রতিবন্ধীদের মাঋে শীতবস্ত্র বিতরণ উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক উপজেলা কর্মচারী ক্লাবের নির্বাচন সম্পন্ন চকরিয়ায় মোটর চুরি নিয়ে সংঘর্ষ: এক ব্যক্তির বৃদ্ধাঙ্গুলি বিচ্ছিন্ন, সাবেক চেয়ারম্যান আটক মাতারবাড়িতে সিপিজিসিবিএল প্রকল্প এলাকায় দুষ্কৃতিকারীদের হামলা কালীগঞ্জ আড়াইশ বছরের পুরনো মাছের (জামাাই) মেলাকে নিয়ে আনন্দ-উৎসব

ইউনাইটেড নেচার ইন্টারন্যাশনাল পিস (UNIP) বাংলাদেশ শাখা স্টার কাবাব পুরান ঢাকায় তার প্রথম বার্ষিকী উদযাপন করেছে

এম ডি বাবুল সি:বি:প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে

এম ডি বাবুল সি:বি:প্রতিনিধি

ইউনাইটেড নেচার ইন্টারন্যাশনাল পিস (UNIP) বাংলাদেশ শাখা সোমবার, 14 অক্টোবর, 2024 তারিখে স্টার কাবাব পুরান ঢাকায় তার প্রথম বার্ষিকী উদযাপন করে। এর লক্ষ্য পরিবেশ সংরক্ষণ, শান্তি এবং মানবাধিকারের দিকে কাজ করা। এই সংস্থাটি জাতিসংঘ ঘোষিত SDGs SUSTAINABLE GOALS PLATFORMS Ref#234059 অনুসরণ করে। এটি 200টি দেশ এবং বিভিন্ন ফাউন্ডেশনের সাথে সহযোগিতা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং এটি একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত পরিবেশ ও সামাজিক সংস্থা। সম্প্রতি, সংগঠনটি তার কার্যক্রম সম্প্রসারিত করেছে এবং সংগঠনের লক্ষ্য, মূল্যবোধ এবং এসডিজি বাস্তবায়ন অনুসরণ করে মানবাধিকার সেবার জন্য কাজ করার জন্য সারা বাংলাদেশে কমিটি গঠন করেছে।

এই গুরুত্বপূর্ণ ইভেন্টে বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি দেখা গেছে যারা তাদের উপস্থিতির মাধ্যমে ইউএনআইপি-এর উদ্দেশ্য এবং উদ্যোগের প্রতিনিধিত্ব করছেন, যার মধ্যে ডঃ যুবরাজ দালিয়ান, শ্রীলঙ্কার আন্তর্জাতিক চেয়ারপারসন; ড. ডি.এন. জেরিনা, জাতিসংঘের স্বেচ্ছাসেবক আইডি (UNV.5691640) এবং ব্রাজিলের কনিপা ফাউন্ডেশনের রাষ্ট্রদূত। ইউএনআইপি বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি ড. রাজু সাহাসহ অন্যান্য আন্তর্জাতিক কূটনীতিকরা অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ অনুশোচনামূলক সহায়তা কমিশনার অনিক সাহা, অতিরিক্ত কমিশনার এইচআর ঢাকা মমতাজ বেগম, ডিএমপি কমিশনার মোঃ মইনুল হাসান, কোতোয়ালি থানা অফিসের ইনচার্জ মোঃ এনামুল, সুত্রাপুর অফিসের ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ও মোঃ হোসেন নাইম। অবিস্মরণীয় স্মরণীয় বিশেষ উপলক্ষ।

জাতীয় প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি এবং ইউএনআইপির আইটি ডিরেক্টর হিসেবে, আরিফিন হাসান চৌধুরী; জাতীয় দপ্তর সম্পাদক আবীর চন্দ্র দাস; অনুষ্ঠানটি আয়োজনে মুখ্য ভূমিকা পালন করেন জাতীয় জনসংযোগ কর্মকর্তা সুশান্ত চন্দ্র সরকার।

ইউএনআইপি আর্থ-সামাজিক উন্নয়ন, জীবনের মান, লিঙ্গ সমতা, সংসদীয় সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব, টেকসই শান্তি, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ব্যবস্থা, অহিংস সমাজ এবং শিল্প সহ একাধিক উন্নয়ন লক্ষ্য চিহ্নিত করেছে। এই লক্ষ্যগুলি অর্জনের জন্য সংস্থাটি বিশ্বব্যাপী একটি প্রকল্প হাতে নিচ্ছে।

অনুষ্ঠানটি ইউএনআইপি বাংলাদেশ শাখার বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সহযোগী যেমন সাধারণ সম্পাদক রাফি উদ্দিন আহমেদ সুজন, জাতীয় নির্বাহী সভাপতি অ্যাড. ঝানবী আদিত্য, নাসিমা আহমেদ ফারহা, রোজি মজুমদার, জাতীয় যুগ্ম সম্পাদক কাজী নাসির উদ্দিন, উপদেষ্টা মোঃ কুতুব উদ্দিন, জাতীয় সমন্বয়ক মোঃ খোরশেদুল আলম, উপ-জাতীয় সমন্বয়ক মোঃ আবু শোয়েব লেমন, জাতীয় উদ্বাস্তু সমন্বয়কারী হাভিং-সমকাউন্ডার, সাবেক সংসদ সদস্য মো. আবু আলিফ, করুনা রেমা, জাতীয় যুব সমন্বয়কারী আল আমিন ফাহিম, জাতীয় প্রভোস্ট ফারাহ দীবা, জাতীয় স্বাস্থ্য সমন্বয়কারী আশিকুর রহমান আকাশ, জাতীয় সাংগঠনিক সমন্বয়কারী সৈয়দ মিজানুর রহমান সেলিম, জাতীয় প্রকল্প সমন্বয়কারী আরফান শরীফ, জাতীয় প্রেস অ্যান্ড পাবলিকেশন কো-অর্ডিনেটর গৌতম কুমার এডবরসহ অনেকে। বাংলাদেশ জুড়ে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

UNIP এর লক্ষ্য পরিবেশ সংরক্ষণ, শান্তি, টেকসই উন্নয়ন এবং একটি শান্তিপূর্ণ বিশ্ব গঠনের জন্য কাজ করা। ইভেন্টটি UNIP বাংলাদেশ শাখার মর্যাদাপূর্ণ গোল্ডেন অ্যাওয়ার্ড দিয়ে অত্যন্ত সক্ষম ব্যক্তিদের স্বীকৃতি দেয় এবং সম্মানিত করে। ইউনাইটেড নেচার ইন্টারন্যাশনাল পিস বাংলাদেশ শান্তির বিশ্ব তৈরিতে নিবেদিত।

ইউনাইটেড নেচার ইন্টারন্যাশনাল পিস (ইউএনআইপি) বাংলাদেশ শাখা সম্পর্কে আরও তথ্য পেতে অনুগ্রহ করে ইমেল করুন: bangladeshunip@gmail.com অথবা ওয়েবসাইট দেখুন: www.uniphq.org।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক জাহাঙ্গীর আলম-উখিয়া কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজার এলাকায় অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)। রোববার (১১ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৫৫ মিনিটে টেকনাফ–কক্সবাজার মহাসড়কের কোর্টবাজার আলিমুড়া এলাকায় অবস্থিত ৮ এপিবিএনের অস্থায়ী কার্যালয়ের সামনে স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। ৮ এপিবিএন সূত্র জানায়, এসআই (নি:) মোঃ নুর নবীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়মিত চেকপোস্ট কার্যক্রম পরিচালনার সময় সন্দেহজনক চলাফেরার কারণে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। পরে আশপাশ থেকে আগত সাক্ষীদের উপস্থিতিতে তাকে তল্লাশি করা হলে তার হাতে থাকা একটি শপিং ব্যাগের ভেতরে কালো রঙের পলিথিন থেকে ১৮টি লকযুক্ত এয়ারটাইট সাদা পলি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের ভেতর থেকে মোট ৯০০ পিস অ্যামফিটামিন জাতীয় ইয়াবা সদৃশ ট্যাবলেট পাওয়া যায়। আটক যুবকের নাম মোঃ আবদুল্লাহ প্রঃ মোঃ ওসমান (১৯)। তিনি বালুখালী-১ রোহিঙ্গা ক্যাম্পের ৯ নম্বর ক্যাম্পের ডি/১ ব্লকের বাসিন্দা। তার এফসিএন নম্বর ১১০১৫৬। তার পিতার নাম মৃত ইলিয়াস এবং মাতার নাম হালিমা খাতুন বেগম। উদ্ধারকৃত ইয়াবা সদৃশ ট্যাবলেটগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরবর্তীতে আটক আসামি ও জব্দকৃত আলামত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে ৮ এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়, মাদক পাচার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

© www.dainikonlinetalaashporbo21.com