1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বালু নিলাম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি। বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প পুনরুদ্ধারে কালীগঞ্জে প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন ইউএনও তনিমা আফ্রাদ কালীগঞ্জে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১১ লাখ টাকার চেক ও ৫ লক্ষ্য টাকার সঞ্চয়পত্র বিতরণ চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দাবিতে মদন উপজেলা প্রশাসনের প্রতি বিনীত আহ্বান , যুব অধিকার পরিষদ এর সভাপতি মোঃ কামাল উদ্দিন চন্দনাইশ পৌরসভা মেয়র হতে চেয়ে পৌরসভা এলডিপির সভাপতি আলহাজ্ব এম আইনুল কবিরের মামলা নরসিংদীর ঘোড়াশালে প্রান আরএফএলের কাভার্ডভ্যান চালককে গুলি করে হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের  দবীতে মানববন্ধন নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন বলে চট্টগ্রাম হাটহাজারী ঐতিহাসিক তিনটি দিঘী পু:নখননের উদ্যোগ র‍্যাবে কর্মরত এএসপি পলাশ সাহা গুলিবিদ্ধ লোমহর্ষক মৃত্যু  গোদাগাড়ী উপজেলায় ভ্রাম্যমাণ আদালত কয়েকটি বেকারীতে পরিদর্শন

ইউনাইটেড নেচার ইন্টারন্যাশনাল পিস (UNIP) বাংলাদেশ শাখা স্টার কাবাব পুরান ঢাকায় তার প্রথম বার্ষিকী উদযাপন করেছে

এম ডি বাবুল সি:বি:প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৭৯ বার পড়া হয়েছে

এম ডি বাবুল সি:বি:প্রতিনিধি

ইউনাইটেড নেচার ইন্টারন্যাশনাল পিস (UNIP) বাংলাদেশ শাখা সোমবার, 14 অক্টোবর, 2024 তারিখে স্টার কাবাব পুরান ঢাকায় তার প্রথম বার্ষিকী উদযাপন করে। এর লক্ষ্য পরিবেশ সংরক্ষণ, শান্তি এবং মানবাধিকারের দিকে কাজ করা। এই সংস্থাটি জাতিসংঘ ঘোষিত SDGs SUSTAINABLE GOALS PLATFORMS Ref#234059 অনুসরণ করে। এটি 200টি দেশ এবং বিভিন্ন ফাউন্ডেশনের সাথে সহযোগিতা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং এটি একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত পরিবেশ ও সামাজিক সংস্থা। সম্প্রতি, সংগঠনটি তার কার্যক্রম সম্প্রসারিত করেছে এবং সংগঠনের লক্ষ্য, মূল্যবোধ এবং এসডিজি বাস্তবায়ন অনুসরণ করে মানবাধিকার সেবার জন্য কাজ করার জন্য সারা বাংলাদেশে কমিটি গঠন করেছে।

এই গুরুত্বপূর্ণ ইভেন্টে বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি দেখা গেছে যারা তাদের উপস্থিতির মাধ্যমে ইউএনআইপি-এর উদ্দেশ্য এবং উদ্যোগের প্রতিনিধিত্ব করছেন, যার মধ্যে ডঃ যুবরাজ দালিয়ান, শ্রীলঙ্কার আন্তর্জাতিক চেয়ারপারসন; ড. ডি.এন. জেরিনা, জাতিসংঘের স্বেচ্ছাসেবক আইডি (UNV.5691640) এবং ব্রাজিলের কনিপা ফাউন্ডেশনের রাষ্ট্রদূত। ইউএনআইপি বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি ড. রাজু সাহাসহ অন্যান্য আন্তর্জাতিক কূটনীতিকরা অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ অনুশোচনামূলক সহায়তা কমিশনার অনিক সাহা, অতিরিক্ত কমিশনার এইচআর ঢাকা মমতাজ বেগম, ডিএমপি কমিশনার মোঃ মইনুল হাসান, কোতোয়ালি থানা অফিসের ইনচার্জ মোঃ এনামুল, সুত্রাপুর অফিসের ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ও মোঃ হোসেন নাইম। অবিস্মরণীয় স্মরণীয় বিশেষ উপলক্ষ।

জাতীয় প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি এবং ইউএনআইপির আইটি ডিরেক্টর হিসেবে, আরিফিন হাসান চৌধুরী; জাতীয় দপ্তর সম্পাদক আবীর চন্দ্র দাস; অনুষ্ঠানটি আয়োজনে মুখ্য ভূমিকা পালন করেন জাতীয় জনসংযোগ কর্মকর্তা সুশান্ত চন্দ্র সরকার।

ইউএনআইপি আর্থ-সামাজিক উন্নয়ন, জীবনের মান, লিঙ্গ সমতা, সংসদীয় সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব, টেকসই শান্তি, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ব্যবস্থা, অহিংস সমাজ এবং শিল্প সহ একাধিক উন্নয়ন লক্ষ্য চিহ্নিত করেছে। এই লক্ষ্যগুলি অর্জনের জন্য সংস্থাটি বিশ্বব্যাপী একটি প্রকল্প হাতে নিচ্ছে।

অনুষ্ঠানটি ইউএনআইপি বাংলাদেশ শাখার বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সহযোগী যেমন সাধারণ সম্পাদক রাফি উদ্দিন আহমেদ সুজন, জাতীয় নির্বাহী সভাপতি অ্যাড. ঝানবী আদিত্য, নাসিমা আহমেদ ফারহা, রোজি মজুমদার, জাতীয় যুগ্ম সম্পাদক কাজী নাসির উদ্দিন, উপদেষ্টা মোঃ কুতুব উদ্দিন, জাতীয় সমন্বয়ক মোঃ খোরশেদুল আলম, উপ-জাতীয় সমন্বয়ক মোঃ আবু শোয়েব লেমন, জাতীয় উদ্বাস্তু সমন্বয়কারী হাভিং-সমকাউন্ডার, সাবেক সংসদ সদস্য মো. আবু আলিফ, করুনা রেমা, জাতীয় যুব সমন্বয়কারী আল আমিন ফাহিম, জাতীয় প্রভোস্ট ফারাহ দীবা, জাতীয় স্বাস্থ্য সমন্বয়কারী আশিকুর রহমান আকাশ, জাতীয় সাংগঠনিক সমন্বয়কারী সৈয়দ মিজানুর রহমান সেলিম, জাতীয় প্রকল্প সমন্বয়কারী আরফান শরীফ, জাতীয় প্রেস অ্যান্ড পাবলিকেশন কো-অর্ডিনেটর গৌতম কুমার এডবরসহ অনেকে। বাংলাদেশ জুড়ে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

UNIP এর লক্ষ্য পরিবেশ সংরক্ষণ, শান্তি, টেকসই উন্নয়ন এবং একটি শান্তিপূর্ণ বিশ্ব গঠনের জন্য কাজ করা। ইভেন্টটি UNIP বাংলাদেশ শাখার মর্যাদাপূর্ণ গোল্ডেন অ্যাওয়ার্ড দিয়ে অত্যন্ত সক্ষম ব্যক্তিদের স্বীকৃতি দেয় এবং সম্মানিত করে। ইউনাইটেড নেচার ইন্টারন্যাশনাল পিস বাংলাদেশ শান্তির বিশ্ব তৈরিতে নিবেদিত।

ইউনাইটেড নেচার ইন্টারন্যাশনাল পিস (ইউএনআইপি) বাংলাদেশ শাখা সম্পর্কে আরও তথ্য পেতে অনুগ্রহ করে ইমেল করুন: bangladeshunip@gmail.com অথবা ওয়েবসাইট দেখুন: www.uniphq.org।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com