ডেস্ক রিপোর্ট
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগ সলিসিটর বিভাগ (জিপি-পিপি শাখা) বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ, ঢাকা।
নং- সলিসিটর/জিপি-পিপি (চট্টগ্রাম)-18/2024 (পার্ট-3)-131
থেকে: সানা মোঃ মাহরুফ হোসেন ডেপুটি সলিসিটর (জিপি-পিপি)
প্রতি: জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম।
বিষয়: চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আদালত এবং চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং তাদের অধস্তন আদালত, বিভাগীয় বিশেষ। বিচারক আদালত এবং ট্রাইব্যুনালের বিভিন্ন স্তরে আইন কর্মকর্তা নিয়োগ।
উপরোক্ত পরিপ্রেক্ষিতে এতদ্বারা জানানো যাচ্ছে যে, চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং তাদের অধস্তন আদালত, বিভাগীয় বিশেষ জজ আদালত ও বিভিন্ন ট্রাইব্যুনালে পূর্বে নিযুক্ত সকল আইন কর্মকর্তার নিয়োগ আদেশ জারি করা হয়েছে। স্তরগুলি বাতিল করা হয়েছে এবং তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নিম্নলিখিত আইনজীবীদের পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা এবং সততার বিষয়ে চট্টগ্রাম জেলার জেলা ও দায়রা জজ এবং জেলা ম্যাজিস্ট্রেটের রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে, ফৌজদারি কার্যবিধির ধারা 492, 1898 এবং অধ্যায় II, আইনের অনুচ্ছেদ Remembrancer’s Manual, 1960 | বিধি 9 অনুচ্ছেদ 6 এর বিধি 17 এর বিধান অনুসারে, তাদের নামের বিপরীতে উল্লিখিত পদগুলি অস্থায়ীভাবে নিয়োগ করা হয়েছে: