মোঃ আবদুল কাদের চট্টগ্রাম (প্রতিনিধি)
আধ্যা’ত্মি’ নবজাগরণের কালশ্রেষ্ঠ প’থিকৃৎ খলিফায়ে রাসূল হযরত গাউছুল আজম (রা.) : মাননীয় মোর্শেদে আজম (মা.জি.আ.)
যে যুগের ভ’য়া’বহতা যত বেশি মহান আল্লাহপাক অনুগ্রহ করে সে যুগে তত বেশি উচ্চ মর্যাদা সম্পন্ন হাদী বা পথ প্রদর্শক প্রেরণ করেন। আ’ইয়্যা’মে জাহেলিয়তের অ’ন্ধ’কার যুগ প্রিয় রাসূল (দ.) এর আগমনে ইতিহাসের সর্বোচ্চ আলোকোজ্জ্বল সময়ে পরিণত হয়েছে। নবীজির পথে, মতে ও মুহাব্বতে চলে যে সকল মহামনীষীগণ ইতিহাসের পাতায় চির অম্লান রয়েছেন তাদের মধ্যে খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রা.) অনন্য ও অপরিসীম মর্যাদায় সমাসীন। যিনি নব্য জা’হেলিয়ত যুগে এসে মানুষকে এমনভাবে আল্লাহ ও রাসূল (দ.) এর পথে এনেছেন যা স্মরণকালের মধ্যে অনবদ্য ও অনন্য। তিনি বি’স্ম’য়করভাবে যুব সম্প্রদায়ের মধ্যে আধ্যা’ত্মি’কতার বিকাশ ঘটিয়েছেন। আধুনিকতার জোয়ারে গা ভাসিয়ে যুব সম্প্রদায় যখন চ’র’ম অ’ব’ক্ষয়ের অ’ন্ধ’কারে ত’লিয়ে যাচ্ছিলো ঠিক তখনই হযরত গাউছুল আজম (রা.) গাউছিয়তের কন্ঠে ঘোষণা দিলেন- “হে যুুবক! নামাজ পড়ো, রোজা রাখো, নবী করিম (দ.) এর উপর দরূদ পড়ো, মাতৃভূমি শান্ত করো”। এ আহ্বানে সাড়া দিয়ে যুবকেরা ন’ফসানিয়ত অ’বদ’মিত করার তালিম পেয়ে ইনসা’নিয়ত অর্জনের জন্য এবাদত সা’ধনায় ম’গ্ন হয়েছে। তাদের রাতের গ’ভীরে তাহাজ্জুদের নামাজ আদায়, মোরাকাবা, জিকিরে জলি, দৈনিক এগারোশত এগারোবার দরূদ শরীফ আদায়সহ ফরজ এবাদতের পাশাপাশি নফল এবাদতের অনুশীলনে জীবন গঠিত হচ্ছে নিখুঁত নবীপ্রেম ও গভীর তাকওয়ায়। হযরত গাউছুল আজম (রা.) এর তরিক্বতে শরীয়তকে এমনভাবে প্রাধান্য দেওয়া হয় যেখানে কুরআন ও সুন্নাহ বিরো’ধী কোনো কার্যক্রম করার বিন্দু পরিমাণ সুযোগ নেই। এই দরবারের মহিলা অনুসারীরা আপন ঘরে বসে পর্দার বিঘ্ন না ঘটিয়ে তাওয়াজ্জুহ বিল গা’য়েব এর মাধ্যমে তরিক্বতের কাজ করতে পারেন। যার জন্য পীর ছাহেবকে মহিলার সামনে যেতে হয় না বা কোন মহিলাকে পীর ছাহেবের সামনে আসতে হয় না। শুধু বাংলাদেশ নয় বর্তমানে তাওয়াজ্জুহ বিল গা’য়েব এর অমূল্য নিয়ামত পুরো পৃথিবীতেই বিরল। মহান আল্লাহর দয়ায় ও নবীজির মেহেরবানিতে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে এই অমূল্য নিয়ামত আজও বিরাজমান, আলহামদুলিল্লাহ।
শুক্রবার (১৮ অক্টোবর) বাদে আসর হতে রাউজানের নোয়াপাড়া পথেরহাট চত্বরে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ, দক্ষিণ রাউজান সমন্বয় পরিষদের উদ্যোগে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন ও খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহুর স্মরণে আয়োজিত এশায়াত মাহফিলে ধর্মপ্রাণ মুসলিম মিল্লাতের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মোর্শেদ, আওলাদে রাসূল (দ.) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব এসব কথা বলেন।
এ মাহফিলে আরো বক্তব্য রাখেন মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, মাওলানা মুহাম্মদ ফোরকান, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দীন, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দীন নূরী, মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানি ফয়সাল।
মিলাদ কিয়াম শেষে দেশের উন্নতি ও অগ্রগতি এবং দরবারের প্রতিষ্ঠাতা খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।