1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ১২:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
সীমান্তে মালিকবিহীন ১৫ বার্মিজ গরু আটক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার করলো কোস্ট গার্ড পেকুয়া গভীর রাতে মোরগের ডাক শুনে দরজা খোলেন, এরপর কুপিয়ে হত্যা লামা মাতামুহুরী নদী ভাঙ্গনে ৫০০ পরিবারের বসতঘর বিলিন হয়ে গেছে লামায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন লামায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন আন্দোলনে বন্দীত্বের দিনগুলো:নাহিদ ইসলাম সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পটুয়াখালী সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় বাংলাদেশ প্রেস ক্লাব কালীগঞ্জ শাখা কমিটি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন  ‎মহেশখালীতে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

এস আলম গ্রুপের চেয়ারম্যানের মায়ের ইন্তেকাল:শেষ বিদায়ে নেই পরিবার

মোহাম্মদ মাসুদ 
  • প্রকাশিত: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১২৫ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রামের সন্তান সাইফুল আলম মাসুদ। বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ শীর্ষ শিল্প প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম এস আলম গ্রুপের চেয়ারম্যানের মায়ের ইন্তেকাল। সাইফুল আলম মাসুদের মাতা চেমন আরা বেগম (৯২) আর নেই ।(ইন্নালিল্লাহে…রাজেউন)। বিমানযোগে ঢাকা থেকে আনা হচ্ছে মরদেহ। চেয়ারম্যান সাইফুল আলম মাসুদসহ বিদেশে অবস্থানকারী পরিবারের কোন সদস্যই মরহুমার নামাজে জানাযা ও শেষ বিদায়ে উপস্থিত থাকতে পারছেন না বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে।

 

সাইফুল আলম মাসুদে সারা দেশ বিশ্বে আলোচিত এস আলম নামে। গ্রুপ জিরো থেকে হিরো। কাড়িকাড়ি টাকার পাহাড়। একনামে একবাক্যে পরিচিত দেশ-বিদেশের শীর্ষ আলোচিত। সম্পদকাণ্ডে নেতিবাচক আইনি জটিলতায় মায়ের শেষ বিদায় পাশে নেই নিজ সন্তান। বড় ভাই মারা গেল অক্সিজেনের অভাবে। মায়ের মৃত্যুতে শেষ বিদায় নেই রক্তের সন্তান। মায়ের মৃত্যুর সংবাদে শীর্ষ আলোচিত হয়েছে সোশ্যাল মিডিয়া অনলাইন প্রিন্ট পত্রিকার সর্বস্তরের মানুষের মাঝে সারা দেশজুড়ে আন্তর্জাতিক অঙ্গনে।

 

 

আজ ২০ অক্টোবর (রবিবার) তিনি ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন বলে স্থানীয়রা জানান। আজ আছরের নামাজ শেষে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। তার নামাজে জানাযা শেষ তাকে পটিয়া পৌরসভার এস আলম জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

 

মৃত্যুকালে তিনি ৬ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণাগ্রাহী রেখে গেছেন। এর আগে গত ২০২০ সালে করোনা আক্রান্ত হয়ে তার বড় ছেলে মোরশেদুল আলম মৃত্যুবরণ করেন।

 

এদিকে মরহুমার মরদেহ নামাজে জানাযার উদ্দেশ্যে বিমানযোগে সরাসরি পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আনার যাবতীয় প্রস্তুতি চলছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

 

এদিকে গত ৫ আগস্ট দেশের পরিবর্তিত পরিস্থিতির পূর্বেই এস আলম পরিবারের সকল সদস্য দেশ ত্যাগ করে সিঙ্গাপুরে অবস্থান করছে বলে জানা যায়। যার ফলে এস আলম গ্রুপের পরিবারের বিদেশে অবস্থানকারীরা জানাজায় অংশগ্রহণ করছে না বলে স্থানীয় সূত্রে জানা যায়। মরহুমার নামাজের জানাযার উদ্দেশ্যে সকাল থেকে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে পানি ছিটানোসহ চলছে নানা প্রস্তুতি। এর আগে গত ২০২০ সালে করোনা আক্রান্ত হয়ে তার বড় ছেলে মোরশেদুল আলম মৃত্যুবরণ করেন।

 

উল্লেখ : পৃথিবীর সকল মায়ের প্রতি শ্রদ্ধা ভক্তি সম্মান করে বলছি। ভালো মন্দ নিয়েই দুনিয়া ও দুনিয়ার অমানুষ। তিনি মহীয়সী নারী, যার কারণে আজকে ব্যাক্তি সাইফুল আলম মাসুদ পুরো বিশ্বে এস আলম সাহেব নামে পরিচিত। ইতিহাস স্বাক্ষী একজন সফল ব্যাক্তির সবচেয়ে কাছে তার মা। মায়ের শেষ বিদায়ের পাশে নেই সন্তান। শিক্ষা নেওয়া উচিত মানুষের এর থেকে। অর্থবিত্ত ক্ষমতার সম্পদ সবকিছু নয়। সম্পদ দিয়ে কি লাভ হলো?

 

আহা, এ পৃথিবী পৃথিবীর মানুষ! এই অর্থ বিত্তের কোনো দাম রইলো, মৃত্যুর সময় মায়ের পাশে থাকতে না পারা। “অর্থই অনর্থের মূল” আজ শেষ বিদায়ের পাশে নেই সন্তান।

দুনিয়া জীবন খুবই বৈচিত্র্যময়। সন্তানকে নৈতিক শিক্ষা দেওয়া অত্যাবশ্যক। আজকে এত ধন দৌলত থাকার পরও ছেলে মায়ের জানাজায় আসতে পারছে না। এই টাকার মূল্য কি!!! এর পরও মানুষ এসব দেখে শিক্ষা নেয় না।

 

হাজার হাজার কোটি টাকার মালিক হয়েও মায়ের বিদেশে পালিয়ে থাকা জানাজায় একটা সন্তানও থাকতে পারলো না? এতো টাকা দিয়ে কি হবে?সব টাকা বিফলে গেল, এটা থেকে সব মানুষের শিক্ষা নেওয়া উচিত। এস আলম হচ্ছে বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পপতি, ন্যায় নীতির মধ্যে চললে, আজকের রাজকীয়ভাবে উনার দাফন হতো, আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহ সকলকে হেদায়েদ দান করুন আমিন, মরহুমার জান্নাত কামনা করি, আল্লহ উনাকে জান্নাতবাসী করন,আমিন।

 

মহান সৃষ্টি কর্তার বিচার,সবাই সাবধানে, কর্মের ফল সবাইকে ভোগ করতেই হবে। আহ! কি কষ্ট.. ছেলেরা চাইলে বিমান কিনে মুহূর্তের মধ্যে চলে আসতে পারে কিন্তু সময় ও পরিস্থিতি তাদের জন্য নিষ্ঠুর, সময় সে সুযোগ দিচ্ছে না, টাকা চাইলে অনেক কিছু করতে পারে কিন্তু আজ এই সামান্য কাজটা করতে পারছে না যেটা পারত সততা কিন্তু সততা অর্জন করতে টাকা লাগে না।

 

এত ধন সম্পদ থেকে লাভ কি নিজের মায়ের সে জানাজায় উপস্থিত হতে না পারলে। হায় টাকা পয়সা, হায় জীবন, দুনিয়ার সবকিছুই আছে কিন্তু মায়ের বিদায়ে আপন কেউ নেই, রক্তের কেউ নেই। আছে সম্পদ আছে কারি কারি টাকা ইচ্ছে করলে বিমান কিনেও হাসতে পারে দেশে। কিন্তু আইনি জটিলতা না না অনিয়মে প্রশ্নবিদ্ধ এস আলম গ্রুপের চেয়ারম্যান ও পরিবারের সদস্যরা। কি বেদনাদায়ক! তবুও মানুষ অর্থের মোহ দূর্নীতি চাঁদাবাজি ছাড়ে না!

 

মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি। সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী আল্লাহ্‌। মহান আল্লাহ সবাইকে ক্ষমা করুন। হেফাজত করুন। আল্লাহ মরহুমাকে নাজাত দান করুক। মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি। আমিন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com