আবদুল কাদের বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম,
হাজী ওমর আলী ফাউন্ডেশন এর আয়োজনে রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প রক্তের গ্রুপ ও ডায়াবেটিক নির্ণয় প্রোগ্রাম,
রাঙ্গুনিয়া ১২ নং কোদালা ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের ফকিরপাড়া হাজী ওমর আলী মেম্বারের সুযোগ্য সন্তান বিশিষ্ট দানবীর গরিব দুঃখী মানুষের পরম বন্ধু ও সমাজ সেবক আব্দুল কুদ্দুস এক মানবিক ইতিহাস গঠন করল সমাজের গরিব দুঃখী মানুষের ফ্রি চিকিৎসা করার জন্য উদ্যোগ নিল ফ্রি মেডিকেল ক্যাম্প এখানে গাইনি ডাক্তার আছেন, শিশু ডাক্তার আছেন, ডায়াবেটিস ডাক্তার আছেন, মেডিসিন ডাক্তার আছেন,
১৯,১০,২০২৪ ইং সকাল দশটা থেকে বিকাল ৫ টা পর্যন্ত রোগী দেখেন অত্র এলাকার ১,৪,৮০ জন রোগী সেবা পেয়েছেন একজন রোগী মোছাম্মৎ রোকেয়া বেগম কান্না কন্ঠে বলেন আমি দোয়া করি আব্দুল কুদ্দুস কে আল্লায় যেন হায়াত বাড়িয়ে দেন ও আছে বলে আজ আমরা ভালো চিকিৎসা পেলাম ভালো ডাক্তার দেখাতে পারলাম আল্লাহ যেন এরকম সন্তান প্রতিটি ঘরে ঘরে দেয় এই দোয়া করি। আরেকজন রোগী মোহাম্মদ আব্দুল্লাহ বলেন এই কোদালা ইউনিনে অনেক ধনী লোক আছে কেউ এরোকুম উদ্যোগ্য নেয় নাই একমাত্র আব্দুল কুদ্দুসই নিয়েছেন সে আমাদের সন্তান আমরা তার কাছে চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি সে যে আমরা গ্রামবাসী জন্য চিন্তা করেছেন আল্লাহ তাকে হায়াত দারাজ করুক এই দোয়া করি। আব্দুল কুদ্দুস বলেন মানুষ অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহর কত নেয়ামত আল্লাহ সবাইকে সুস্থ রাখুক
আমি বিগত দুই আড়াই বছর আগে অসুস্থ হয়েছিলাম আমি দেখলাম এই কোদালা ইউনিয়নের মানুষ আমাকে কতটা ভালোবাসে আমি মনে করি মানুষের দোয়ায় আজ আমি বেঁচে আছি
আমার ইউনিয়নের মানুষ আমার জন্য এতো দোয়া করেছেন যা আমি কখনো ওদেরকে ভুলতে পারবো না তাই আমি চিন্তা করলাম আমার গ্রামের মানুষের জন্য কিছু একটা করি আমার গ্রামের অনেক গরীব মানুষ আছে শহরে গিয়ে ভালো ডাক্তার দেখাতে পারে না তাই আমি চিন্তা করলাম আমার গ্রামের মানুষের জন্য চিকিৎসা সেবা গঠন করি এর সম্পূর্ণ খরচ আমি নিজে বহন করব ইনশাল্লাহ আগত ডাক্তারগণ আমার গ্রামের মানুষদের কে সুন্দরভাবে চিকিৎসা সেবা দিতে পেরেছেন এজন্য আমি ডাক্তারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি,
আব্দুল কুদ্দুস বলেন এই এত বড় প্রোগ্রাম আমার একার পক্ষে সম্ভব ছিলনা আমাকে সহযোগিতা করেছেন আমার বড় ভাই আব্দুল করিম ও আব্দুল হালিম আমার মামা আফেজ খোরশেদ মাওলানা আবুল ফয়েজ আমার সহকর্মী আল মদিনা ফার্নিচার মালিক হাসান কোম্পানি ডাক্তার কুতুব উদ্দিন আরো অনেক শুভাকাঙ্ক্ষী সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে সবাই সহযোগিতা করার জন্য।