হারানো বিজ্ঞপ্তি ,
অনলাইন ডেস্ক
নাম- মো. শাহজাহান(২১) পিতা- মো. শামীম, গ্রাম- সাতঘর পাড়া, ওয়ার্ড- ৬নং, ইউনিয়ন- শাপলাপুর, উপজেলা- মহেশখালী, জেলা- কক্সবাজার।
গত ১২/১০/২৪ ইং তারিখ (শনিবার) প্রতিদিনের ন্যায় সকাল আটটায় টমটম নিয়ে বের হয়েছিলেন। সে পেশায় একজন টমটম চালক। প্রতিদিন রাতে বাড়িতে ফিরে আসলেও গত শনিবার থেকে আর বাড়িতে ফিরে আসেনাই। টমটম গাড়িসহ ৮ দিন ধরে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। কল করলে তার মোবাইল ফোনটি বন্ধ দেখাচ্ছে।
কেউ কোন সন্ধান পেলে দয়া করে নিম্নে নাম্বারে যোগাযোগ করবেন। মোবাইল: 01871495906