ক্রাইম রিপোর্টার মোঃ ছৈয়দুল করিম খান
চট্টগ্রাম সৈয়দ পাড়ায় এক রাতে ০৩ টি গরু চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়ার পর থেকে খামারিদের মাঝে চোর আতঙ্ক বিরাজ করছে। রবিবার গভীর রাত ০১টা ৪০ মিনিটর ১৩/১০/২০২৪ দিকে চট্টগ্রাম বায়েজিদ থানাধীন পূর্ব শহীদ নগর সৈয়দ পাড়ায় এলাকায় এ চুরির ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত মোঃ কামাল জানান, আমাদের এলাকার আশেপাশে এলাকার বেশির ভাগ মানুষের গরুর খামার রয়েছে। তাই আমি ছোট্ট গরুর গবাদি পশু পালন করে কোনরকম চলি।এলাকায় প্রায় শতাধিক গরুর খামার রয়েছে। আর গরু রয়েছে কয়েক শতাধিক। রবিবার গভীর রাত ০১টা ৪০ মিনিটের দিকে এলাকার একটি মাইক্রোবাস এসে ডিবি পুলিশ পরিচয় দিয়ে অস্ত্র মুখে দিয়ে দুই দারুণকে বেঁধে রাখেন,তাদেরকে বলেন আমরা ডিবি আমরা এখানে কিছুক্ষণ অপারেশন চালাবো তারপর চলে যাব, তোরা বেশি কথা বলবি চিল্লাবি সেজন্য তোদেরকে বেঁধে রাখলাম,তাদের দুইটি মোবাইল ফোন নিয়ে যায়
এ বিষয়ে বাইজিদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ' বলেন ডিবি পুলিশ পরিচয়দান কারি গরু চোরদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। খুব শীঘ্রই তারা ধরা পড়বে।