1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বালু নিলাম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি। বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প পুনরুদ্ধারে কালীগঞ্জে প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন ইউএনও তনিমা আফ্রাদ কালীগঞ্জে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১১ লাখ টাকার চেক ও ৫ লক্ষ্য টাকার সঞ্চয়পত্র বিতরণ চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দাবিতে মদন উপজেলা প্রশাসনের প্রতি বিনীত আহ্বান , যুব অধিকার পরিষদ এর সভাপতি মোঃ কামাল উদ্দিন চন্দনাইশ পৌরসভা মেয়র হতে চেয়ে পৌরসভা এলডিপির সভাপতি আলহাজ্ব এম আইনুল কবিরের মামলা নরসিংদীর ঘোড়াশালে প্রান আরএফএলের কাভার্ডভ্যান চালককে গুলি করে হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের  দবীতে মানববন্ধন নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন বলে চট্টগ্রাম হাটহাজারী ঐতিহাসিক তিনটি দিঘী পু:নখননের উদ্যোগ র‍্যাবে কর্মরত এএসপি পলাশ সাহা গুলিবিদ্ধ লোমহর্ষক মৃত্যু  গোদাগাড়ী উপজেলায় ভ্রাম্যমাণ আদালত কয়েকটি বেকারীতে পরিদর্শন

কালীগঞ্জে সাবেক স্বামী কতৃক স্ত্রীকে হত্যা, ধানেক্ষেতে মিললো মৃতদেহ খুনি আটক

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৪৯ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জে নারগানা গ্রামের হারুনুর রশিদের কন্যা এক সন্তানের জননী সাবেক স্বামীর সাথে ঢাকার আহসানিয়া মন্দিরে বেড়াতে গিয়ে ফেরার পথে টিকটক করাকে কেন্দ্র হরে শাকিরিন কে হত্যা করে ধানক্ষেতে মৃত্যু দেহ ফেলে পালিয়ে যায় সাবেক পাষন্ড স্বামী সানি। গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর ২৪) নিহত শাকিরিনের সাবেক স্বামীকে পুলিশ আটক করলে হত্যার বিষয়টি স্বীকার করে। ঘটনা’স্থানে গিয়ে হত্যার ঘটনার বিস্তারিত বর্ননা দিয়ে নিহতের হাতের র্পাসটি খড়ের ভেতর থেকে উদ্ধার করে পুলিশ। জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর অজ্ঞাত মৃতদেহের সংবাদে কালীগঞ্জ থানা পুলিশ জামালপুর ইউনিয়নের দক্ষিণ নারগানা এলাকার একটি ধান ক্ষেত থেকে একটি মৃতদেহ উদ্ধার করতে গিয়ে মৃতের পরিচয় সনাক্ত করতে সক্ষম হন। নিহতের নাম শাকিরিন ওই গ্রামের হারুন অর রশিদের কন্য। স্বানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর সকালে শাকিরিন বাড়ি থেকে বাহির হলে ৪ দিন পর মৃতদেহ উদ্ধার হয় তারই বাড়ির পাশের ধানক্ষেত থেকে। আরো জানা যায়, উপজেলার মধ্য নারগানা গ্রামের হারুন অর রশিদের কন্য শাকিরিনের সাথে পলাশ এলাকার ওয়াপদা গেট সংলগ্ন ভাড়াটিয়া শাহ আলমের ছেলে সাইদুর রহমান সানির সাথে সথে বিয়ে হয়। দু বছর পর সালমান নামে একটি পুত্রসন্তান জন্ম গ্রহন করে। তার কিছুদিন পর তাদের মঝে ছাড়াছাড়ি হয়ে যায়। সাত মাস পর গত ফেব্রুয়ারী শাকিরিনকে ঢাকার সাভারে বিয়ে দেয়া হয়। হত্যার দুই মাস আগে স্বামীর বাড়ি থেকে শাকিরিন বাবার বাড়িতে বেড়াতে আসে। পরে সাবেক স্বামীর সাথে যোগাযোগ করে ঢাকার নবাবগঞ্জ আহসানিয়া মঞ্জিলে বেড়াতে যায়। সেখানে শাকিরিনের মডেলিং ও টিকটককে কেন্দ্র করে সাবেক স্বামী সানির মাঝে মনমালিন্য হয়। বাড়ি ফেরার পথে শাকিরিনের বাড়ির পাশে একটি জঙ্গলের মতস্হানে দুজনে কথা র্বাতা বলে এক পর্যায়ে সানি শাকিরিনের ঘুশি মারে এবং পরে শাকরিনের গায়ের ওড়না দিয়ে গলায় পেঁচ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে র্পাসটি পাশের খড়ের মধ্যে লুকিয়ে রাখে সানি পালিয়ে যায়। ইতিমধ্যে গতকাল সানিকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি স্বীকার করে ঘটনা¯’স্হলে নিয়েগেলে মোবাইলটি না পেলেও হাতের র্পাসটি পাওয়া যায়। এ বিষয়ে কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমাদের গাজীপুর পুলিশ সুপার মহোদ্বয়ের র্নিদেশে আমি ও অফিসার ইনচার্জ মো, আলাউদ্দিন ও ফোর্সসহ মামলার আসামী সাবেক স্বামীকে সন্দেহ করে খোজা খুজির পর গতকাল তাকে আটক করে জিজ্ঞাসা বাদে শাকিরিনের সাবেক স্বামী সানির স্বীকারোক্তির পর ঘটনা¯’স্থানে নিয়ে যাই এবং কিছু আলামত উদ্ধার করি। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করে রিমান্ডের জন্য আবেদন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com