ইমাম হোসেন
জোরারগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করিয়া অদ্য ৩০/১০/২০২৪ তারিখ ০৭.৩০ ঘটিকার সময় জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব শিফাতুল মাজদার এর নেতৃত্বে জোরারগঞ্জ থানা পুলিশের ০১টি চৌকস টিম জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভাস্থ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন পশ্চিম পার্শ্বে পশ্চিম হিঙ্গুলী সাকিনে রতন কমিশনারের বাড়ীর রাস্তার মুখে পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী মোঃ নাজিম উদ্দিন (২৮), পিতা- মোঃ কাঞ্চন মিস্ত্রী, মাতা- আনোয়ারা বেগম, সাং-দেওয়ানপুর (কাঞ্চন মিস্ত্রী বাড়ি), ০৩নং ওয়ার্ড, ০৩নং জোরারগঞ্জ ইউনিয়ন, থানা-জোরারগঞ্জ, জেলা- চট্টগ্রামকে (ক) ০৮ (আট) বোতল বিদেশী মদ ভদকা, ওজন ০৬ (ছয়) লিটার, মূল্য অনুমান ১৬,০০০/- (ষোল হাজার) টাকা, (খ) ০২ (দুই) কেজি গাঁজা, মূল্য অনুমান ২০,০০০/-(বিশ হাজার) টাকাসহ গ্রেফতার করেন। এসআই(নিঃ) হান্নান আল মামুন বাদী হয়ে মাদক আইনে এজাহার দাখিল করিলে বিধি মোতাবেক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।