রিপোর্ট -তাহমিদ খান
মিরসরাইয়ে ৩০ কেজি গাঁজা, ৩ টি বিদেশী মদসহ র্যাবের হাতে গ্রেফতার হয়েছে ২ মাদক কারবারি। এসময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি পিকাপ গাড়ি জব্দ করে র্যাব ৭। আজ সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার মিরসরাই পৌরসদরে ফুটওভার ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো ফেনী জেলার ছাগলনাইয়া থানার কবির আহম্মদের ছেলে করিমুল হক করিম (৩৬) ও কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার বাচ্চু মিয়ার ছেলে আরশাফুল ইসলাম (২৯)।