মো: শাহিদুল ইসলাম বাবু স্টাফ রিপোর্টার
চট্টগ্রাম বিভাগ ১নভেম্বর ২০২৪ ইং মোছাম্মদ রোমানা আক্তার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর এর নেতৃত্বে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বাজার পলিথিন পলি প্রপাইলিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন আরো উপস্থিত ছিলেন শাহজাদা মাইনুদ্দিন আল সানজারি মাইনুদ্দিন সদস্য পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর, এবং ভাইস চেয়ারম্যান দৈনিক অনলাইন তালাশপর্ব ২১.
মোসাম্মৎ রোমানা আক্তার বলেন পলিথিন পলি প্রপাইলিন এর তৈরি শপিং ব্যাগ উৎপাদন বাজারজাতকরণ ব্যবহার আইনত নিষিদ্ধ নিষিদ্ধ পলিথিন পলি প্রপাইলিন শপিং ব্যাগের পরিবর্তে কাপড়/ কাগজ /পাটের তৈরি পরিবেশ বান্ধব বিকল্প ব্যাক /ধারণ /মোড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করেছেন আরো বলেন সকল ব্যবসায়ী /দোকান /মালিক বিক্রেতাকে পলিথিন পলি প্রপাইলিন শপিং ব্যাগের পণ্য সরবরাহ না করার জন্য অনুরোধ করেছেন সর্বসাধারণকে পলিথিন /পলিপ্রপাইলিন ব্যাগ ব্যবহার /বহন না করার জন্য অনুরোধ করেছেন